পহেলা ফাল্গুন

আজ ১৩ই ফেব্রুয়ারি,২০১৪ , বুধবার ‘পহেলা ফাল্গুন’ ।।

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ’ বিগত প্রায় দুই দশক সময়কাল ধরে নিয়মিত ‘বসন্ত উৎসব’
পালন করে আসছে । প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম দিন অর্থাৎ ‘পহেলা ফাল্গুন’ আমাদের এই উৎসব ।
এই উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা , নানা আনন্দমুখর অনুষ্ঠান , বর্ণাঢ্য শোভাযাত্রা,পুষ্প ও চিত্রশিল্পপ্রদর্শনী, রাখী ও প্রীতি বিনিময় ,ঐতিহ্যবাহী পোষাক ,সাজসজ্জা ও দেশজ সংস্কৃতি পরিবেশনার মধ্য দিয়ে পালিত হয় ।
এ বছরও উৎসব পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনসস্টিটিউটের বকুলতলায় ।
ভোর ৬-৩০ মিনিটে ক্লাসিক্যাল বেহালা বাদন দিয়ে শুরু হবে । মুল ‘বসন্ত আবাহন’ শুরু হবে ৭-৩০ মিনিট থেকে । চলবে সারাদিন – প্রকৃতির, মানুষের মাঝে মিলনের -নাচ গান কবিতা ।
চারুকলা ছাড়াও , রবীন্দ্র সরোবর ও বাহাদুর শাহ পার্কের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব হবে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ,যশোরসহ দেশের সবর্এ এই উৎসব একই দিনে পালিত হবে ।
উৎসবগুলোতে প্রাকৃতিক পরিবেশে দেশের বরণ্য শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত,নৃত্য,গীতিনাট্য ,আবৃত্তি সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে ।

0 মন্তব্য(গুলি):