ভাটির দেশের মাঝি তুমি’রে যাও ভাঠিয়ালী গাইয়া- বাউল সঙ্গীত

ভাটির দেশের মাঝি তুমি’রে
যাও ভাঠিয়ালী গাইয়া।
এই অভাগী আছি তোমার পন্থপানে চাইয়া ।।
উজান দেশে পড়ে আছি, নাইওর যাইবার আশে –
পন্থপানে চাইয়া থাকি মাঝি, আমার নি কেউ আসে।
দিন কাটে মোর হা হুতাশে, আপন দেশ ভাবিয়া।।
রঙ বেরংয়ের পাল উড়াইয়া, কত মাঝি যায় –
হাতে ধরি পায়ে পড়ি মাঝি কেউ না ফিরে চায়।
সঙ্গে তো কেউ নেয়না আমায়, দূঃখে ফাটে হিয়া।।
মাঝি তোমার পায়ে ধরি, এই মিনতি করি –
আপন দেশে যাব আমি, নেওনা সঙ্গে করি।
নেও না যদি যাব মরি, বিষের বড়ি খাইয়া।।
দুর প্রবাসের বৈরী হাওয়া আর কত সহিবো-
ভিনদেশের প্রবাসী হইয়া পড়িয়া রহিবো।
ফকির কাকন সঙ্গী হব, নৌকা দেও ভিড়াইয়া।।

0 মন্তব্য(গুলি):