Showing posts with label desattobodok songgit. Show all posts
Showing posts with label desattobodok songgit. Show all posts

জাগো বাংলাদেশ, জাগো হে স্বদেশ, দেখো ওই সূর্য প্রভাত- দেশাত্মবোধক সঙ্গীত

সব সম্ভবের এক দেশ, সে এক অচেনা স্বদেশ ;
অরাজকতার এক দেশ, হায় আমার বাংলাদেশ;
আলোর রেশ এক নিমেষ, আঁধার হতাশা অবশেষ ।
জাগো বাংলাদেশ, জাগো হে স্বদেশ, দেখো ওই সূর্য প্রভাত;
রুখো দুর্নীতি, নষ্ট রাজনীতি, সন্ত্রাস, মৌলবাদ ।
জাগো বাংলাদেশ, জাগো হে স্বদেশ, দেখো ওই সূর্য প্রভাত;
রুখো দুর্নীতি, নষ্ট রাজনীতি,স্বৈরাচার, সাম্রাজ্যবাদ ।
ফিরে ফিরে আসছে আবার, বুকে সাহস স্বপ্ন দেখার,
কাঁপছে বুকের পাঁজর, মনে পড়ছে আবারো একাত্তর ।
স্বপ্ন ছিল অশেষ, হবে শোষণমুক্ত এক দেশ;
কতো প্রান দিল অনিমেষ, হবে ছোট্ট সোনার এক বাংলাদেশ ।
সেই স্বপ্ন কবেই নিঃশেষ, আজ লুটেরাদের স্বর্গ বাংলাদেশ ;
সেই সপ্নের নেই অবশেষ, আজ দুর্নীতির শীর্ষে বাংলাদেশ ।
নিরপেক্ষ কে আছো এখনো, সুখের থাকবে না রেশ ।
মুক্ত চিন্তা কতো সইছো আঘাত, প্রগতির শক্তি কেন মৌলবাদ ;
কোথায় হারালো সেই মূল্যবোধ, রক্তক্ষরনে মূঢ় স্মৃতিসৌধ ।
নিপীড়িতের নেই অধিকার, নিভৃতে কাঁদে আজ ন্যায় বিচার ;
শুনতে কি পাও হাহাকার, তিরিশ লক্ষ শহীদ আত্মার ।
অসৎ নেতার উত্তরাধিকার, স্বাধীনতার পতাকা হাতে রাজাকার ;
কোটি প্রান হও সোচ্চার, রুখো জঙ্গিবাদের সেই একই রূপকার ।
হে ধর্মনিরপেক্ষ প্রান, বাংলা কি হবে তালেবান ?
জাগো বাংলাদেশ, জাগো হে স্বদেশ, জাগো সব দীপ্ত প্রান
গড়ো প্রতিরোধ, ভুলে পথের ভেদ, এক হও মুক্ত প্রান ।
জাগো বাংলাদেশ, জাগো আমার দেশ, গাও নব জাগরণী গান ;
গড়ো প্রতিরোধ, ভুলে পথের ভেদ, এক হও মুক্ত প্রান ।

মাগো ধন্য হল জীবন আমার তোমায় ভালবেসে -দেশাত্মবোধক সঙ্গীত

মাগো ধন্য হল জীবন আমার তোমায় ভালবেসে
আমি প্রাণ পেয়েছি মান পেয়েছি তোমার কোলে এসে।।
তোমার আশিস পেলে জানি সবকিছু যে মেলে
তোমার হাসি তোমার খুশি ধানের বুকে মেশে।।
তুমি আমার ধাত্রী মাগো তুমি আমার দেশ
খেত-খামারে মাগো তোমার সোনার বরন বেশ।
সোনা তোমার মাটি সে যে সোনার চেয়েও খাঁটি
সকল আঁধার যায়গো ঘুচে কালো রাতের শেষে।।

সবুজের বুকে লাল সূর্যটা ঝলমল- দেশাত্মবোধক গান

সবুজের বুকে লাল সূর্যটা ঝলমল
উচ্ছল প্রাণের বন্যা
আমাদের সোনার দেশ রূপালী নদীর দেশ
সকল সোহাগী রাজকন্যা।।
প্রকৃতির লীলায়িত ছন্দে
বিমোহর রূপে রাখে বন্ধে।
মনি মুক্তার দেশ সোনালী ধানের দেশ।
পৃথিবীর ইতিহাসে ধন্যা।।
দুর্জয় মনোভাব কর্মে
সত্য ন্যায়ের মহা ধর্মে।
গরবী মনের দেশ সূর্য প্রাণের দেশ।
পৃথিবীর রূপে সে অনন্যা।।