তুই আমার আনন্দ রে, আমি তোর অনুতাপ।।
তুই আমার দিন কে করা রাত, আর রাত কে করা রাত,
আমি তোর মন বিস্বাদের কারন, করুন ভায়োলিন।।
তুই আমার মন ভাল রে, আমি তোর মন খারাপ।
তুই আমার জীবন জুড়ে বয়ে যাওয়া সুখের ধারাপাত,
আমি তোর চমকে যাওয়া দূর ঘটনার খবর অকসাধ।।
তুই আমার মন ভাল রে, আমি তোর মন খারাপ।
তুই আমার আনন্দ রে, আমি তোর অনুতাপ।
তুই আমার সূর্য ভোঁরে আলোয় ভাসার অধিকার
আমি তোর রাতের কালোয় ডুবে থাকা অন্ধকার।।
তুই আমার মন ভাল রে, আমি তোর মন খারাপ,
তুই আমার আনন্দ রে, আমি তোর অনুতাপ।।
তুই আমার হাজার দবি পূরণ করার অহংকার,
আমি তোকে কস্ট রাখা ভালবাসার অনাচার।।
তুই আমার মন ভাল রে, আমি তোর মন খারাপ,
তুই আমার আনন্দ রে, আমি তোর অনুতাপ।।
তুই আমার দিন কে করা রাত, আর রাত কে করা রাত,
আমি তোর মন বিস্বাদের কারন, করুন ভায়োলিন।।
তুই আমার মন ভাল রে, আমি তোর মন খারাপ,
0 মন্তব্য(গুলি):
Post a Comment