Showing posts with label hason raja. Show all posts
Showing posts with label hason raja. Show all posts

মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে- হাসন রাজা

মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।
মায়ে বাপে বন্দি কইলা খুশির মাজারে।
লালা ধলায় হইলাম বন্দি পিঞ্জরার ভিতরে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
পিঞ্জরায় সামাইয়া রে ময়নায় ছটফট ছটফট করে।
মজবুত পিঞ্জরা ময়নায় ভাঙ্গিতে না পারে রে।।
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
উড়িয়া যাইবো শুয়া পাখি পড়িয়া রইবো কায়া।
কিসের দেশ কিসের কেশ কিসের মায়া দয়া
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে
হাসন রাজায় ডাকবো যখন ময়না আয়রে আয়।
এমন নিষ্ঠুর ময়নায় আর কী ফিরিয়া চায়
কান্দে হাসন রাজার মন মুনিয়ায়রে।।

নিশা লাগিলো রে- হাসন রাজা

নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে
নিশা লাগিলো রে
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে ।।
ছটফট করে হাছন দেখিয়া চান্দ মুখ
হাছন জানের মুখ দেখি জনমের গেলো দুখ ।
হাছন জানের রূপটা দেখি ফাল ফাল দি উঠে ।।
চিরাবারা হাছন রাজার
বুকের মাঝে ফুটে ।
নিশা লাগিলো রে
বাকা দুই নয়নে
নিশা লাগিলো রে
হাছন রাজা
পিয়ারির প্রেমে মজিলো রে ।।