Showing posts with label polligiti. Show all posts
Showing posts with label polligiti. Show all posts

যদি নতুন একখান মুখ পাইতাম মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম- পল্লীগীতি

যদি সুন্দর একখান মুখ পাইতাম
যদি নতুন একখান মুখ পাইতাম
মইশাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।।
একদিনে নাই ডাকি তারে। হাউশের পিরীত শিখাইতাম।
আমি হাউশের পিরীত শিখাইতাম
মইশখাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।।
নয়া মুখের নয়া কথা হুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত হাসির ভিতর।
প্রেমের মালা দুনো হাতে। তারে গলাত পরাইতাম।
আমি তারে গলাত পরাইতাম
মইশখাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।।
রসের কথা, রসের পিরীত যদি ন জানে
দুইয়ান একখান কইতাম তারে প্রেমের কারণে।
নর-নারীর হাউশের পিরীত। কি মজা তারে বুঝাইতাম
আমি কি মজা তারে বুঝাইতাম।
মইশখাইল্যা পানের খিলি তারে বানাই খাওইতাম।।

মাঝি বাইয়া যাও রে। অকুল দরিয়ার মাঝে- পল্লীগীতি

মাঝি বাইয়া যাও রে।
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে।।
ভেন্না কাষ্ঠের নৌকা খানি।
মাঝখানে তার বুরা
(নৌকার) আগার থাইকা পাছায় গেলে।
গলুই যাবে খইয়া রে।।
দীক্ষা শিক্ষা না হইতে
আগে করছো বিয়া।
(তুমি) বিনে খতে গোলাম হইলে
গাইটের টাকা দিয়া রে।।
বিদেশে বিপাকে যারও
বেটা মারা যায়।
পাড়া-পরশি না জানিয়ে
জানে তারও মা’য়ও রে।।

নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে- পল্লীগীতি

নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে
ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া।।
উড়ালি বিড়ালি বাওয়ে নাওয়ের বাদাম নড়ে (আরে)।
আথালি পাথালি পানি ছলাৎ। ছলাৎ করে রে।
আরে খল খলাইয়া হাইসা উঠে
বৈঠার হাতল চাইয়া হাসে, বৌঠার হাতল চাইয়া।।
ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গলই কাঁপে
তির তিরাইয়া নাওয়ের খৈয়াই রোইদ তুফান মাপে,
মাপে রোইদ তুফান মাপে
চিরলি পিরলি পুলে ভ্রমর-ভ্রমরী খেলে রে (আরে)।
বাদল উদালি কায়ে পানিতে জমিতে হেলে রে
আরে তুর তুরাইয়া আইলো দেওয়া *** হাতে এলইয়া।
শালি ধানের শ্যামলা বনে হইলদা পঙ্খি ডাকে
চিকমিকাইয়া হাসে রে চান সইশা ক্ষেতের ফাকে
ফাকে সইশা ক্ষতের ফাকে
সোনালি রূপালি রঙে রাঙা হইলো নদী (আরে)।
মিতালী পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে
আরে ঝিলমিলাইয়া খালর পানি নাচে থৈইয়া থৈইয়া
পানি নাচে থৈইয়া থৈইয়া।।