Showing posts with label bangla calender-ষড়ঋতু. Show all posts
Showing posts with label bangla calender-ষড়ঋতু. Show all posts

আমার পহেলা বসন্ত


আমার পহেলা বসন্ত




নির্ঘুম কেটেছে রাত
বন্ধ করে দুটি আখি
না , খুলবো না
যতই ডাকুক পাখি ।
খুললেই পুড়ে যায়
আমার দুটি চোখ
আজ আর পোড়াবো না
আশে পাশে যত কিছুই হোক ।

নাহ, পারলাম না
কেন ? এত ডাকাডাকি
চুপিচুপি খুলি আখি
জানালা খুলি
দখিণা হওয়া লাগে বুকে
বাহিরে তাকিয়ে দেখি
গাছে গাছে রঙের মাখামাখি ।


স্নিগ্ধ কমল রোদে
সবুজের মাঝে রঙের খেলা
কোথায় যেন কোকিল ডাকে
মনের কোনে লাগে দোলা ।
শীতের শেষে
কৃষ্ণচূড়ায় লেগেছে আগুন
বুঝলাম, এসেছে নতুন ফাগুন ।


তরুণীর খোঁপা ছুয়েছে বসন্ত
হলুদ গাধা ফুলে
শত প্রান জেগেছে আজ
সবকিছু ভুলে ।
হলুদ শাড়িতে যেন
জস্নার আভা নেমেছে দিনের বেলায়
এক ঝাক পরী যেন
মেতেছে হাঁসি খেলায় ।


আজ শুধু ভালবাসা
দুটি মন দুটি দেহ আছে পাশা পাশি
আমি একা বসে আছি
নিয়ে দুঃখ রাশিরাশি ।


এত ফুল এত হাঁসি
ভালবাসার নেই অন্ত
কেটে গেছে বাইশটা বছর
আমার জীবনে আসেনি এমন বসন্ত ।
আঁধার নেমেছে
নীড়ে ফিরে গেছে সব পাখি
এখনও বসে আছি
নোনা জলে সিক্ত আখি ।

পলাশ বনে রঙ ছড়িয়ে ফাগুনধারা

পলাশ বনে রঙ ছড়িয়ে ফাগুনধারা

শীত কুয়াশার ঘোমটা খুলে প্রকৃতিতে হাজারো ফুলে রঙ ধরিয়ে আসছে ফাগুন। আমাদের সাধারণ মানুষদের জীবনে এ ফাগুন যেন নতুন ধারার এক উৎসব। শহুরে জীবনটা প্রকৃতির খুব কাছাকাছি না থাকায় প্রকৃতির রঙ ধরার গল্পটা হয়তো আমাদেরকে দোলা দেয় না। কিন্তু ইট-কাঠ-পাথরের এ নগর জীবনেও একটি দিনের জন্য আমরা রাঙিয়ে নিই নিজেকে ফাগুনের রঙে। ফাগুনের এই আগমনকে নিয়ে আমাদের এ সপ্তাহের মূল ফিচার। লিখেছেন এমএইচ মিশু
মানুষ প্রকৃতির সন্তান। প্রকৃতির মাঝেই সে বেড়ে ওঠে। যে প্রকৃতির মাঝে যে বেড়ে ওঠে, সেই প্রকৃতি সে দেখবে না। তা তো হতেই পারে না। নইলে সে বড় স্বার্থপর হয়ে যাবে মানুষ। তাই কবিতায় ও সুরে প্রকৃতির প্রকাশ করে মানুষ। প্রকৃতি যেন বিভিন্ন অনুভূতির দ্বার উন্মোচন করে দেয়। প্রকৃতি দ্বারা সব সময়ই চিত্ত আলোড়িত হয়। সত্যিকার অর্থেই আমরা বাঙালিরা সৌভাগ্যের অধিকারী। রবীন্দ্রনাথ, নজরুল এবং অন্যান্য কবি-সাহিত্যিকরা প্রকৃতির পালা বদলে যুগ যুগ ধরে যেসব গান কবিতা লিখে গেছেন, তারই ভেতর দিয়ে আমরা যেন আমাদের ঐতিহ্যকে খুঁজে পাই। কেউ কেউ সেটাকে লালন করি। বসন্তকে বরণ করে নিতে এই যে উৎসব পয়লা ফাল্গুন আমাদের উৎসাহিত করে। কেননা এর মধ্যদিয়েই আমরা আমাদের নতুন প্রজন্মকে দিয়ে যাই তার শেকড়ের সন্ধানে। আজকাল প্রবাসেও এই উৎসব উদযাপিত হচ্ছে। এটা খুব ভালো দিক। কারণ নতুন প্রজন্মের যারা দেশ থেকে, নিজস্ব সংস্কৃতি থেকে দূরে আছে, ওরা জানতে পারছে নিজস্ব সংস্কৃতির কথা।
প্রকৃতির পরিবর্তনের সঙ্গে মনের পরিবর্তনের বিষয়গুলো খুব ছোট মনে হলেও এর বিশাল প্রভাব আছে। কর্মব্যস্ত জীবনের ফাঁকে এই ছোট খাটো উপলব্ধিগুলোই মনে এনে দেয় ভিন্ন মাত্রা। প্রকৃতির সাথে একাত্ম হয়ে পাওয়া যায় নির্মল আনন্দ। আর এ আনন্দ যদি সবার মধ্যে ছড়িয়ে দেয়া যায়, তবে জীবনের সৌন্দর্য সবার চোখে ধরা দেবে। ঋতুরাজ বসন্তের অনুভূতি সম্পর্কে কবি আসাদ চৌধুরী বলেন, ‘বসন্ত আমার প্রিয় ঋতু। বসন্তের প্রথম দিনে তরুণ-তরুণীরাসহ সব বয়সের মানুষ সুন্দর করে সাজে, যা দেখতে ভাল লাগে। বসন্ত বরণ অনুষ্ঠানে কবিতা পড়ি, গায়ে থাকে পাঞ্জাবী ও চাদর।’
বসন্তকে বরণ করতে দীর্ঘদিন থেকে আমাদের দেশের ফ্যাশন হাউসগুলোতে চলে আসছে নানা আয়োজন। তারা বসন্তের উপযোগি বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরি করছেন। ‘তহু’স ক্রিয়েশন-এর তৌহিদা তহু বলেন, ‘অন্যান্য হাউসগুলোর মতো আমরাও বসন্তে বিভিন্ন ডিজাইন করছি। এসব পোশাকে থাকছে ঐতিহ্যবাহী কালারের সাথে লালের কম্বিনেশন। হলুদ-লাল শাড়ি, সেলোয়ার কামিজ, পাঞ্জাবি ছাড়াও থাকছে পোশাকের মানানসই মাটির গয়না ও বিভিন্ন ধরনের ব্যাগ।’ নিত্য উপহার-এর চিফ ডিজাইনার বাহার রহমান বলেন, ‘বসন্ত উৎসবে বসন্তের ডিজাইনের বিশেষ পোশাক এখন একটা রেওয়াজে পরিণত হয়েছে। প্রকৃতি, উৎসব ও চাহিদা অনুযায়ী আমরা পোশাকের ডিজাইন করি। এজন্য বসন্তের বিভিন্ন রঙ প্রাধান্য পায়।’ প্রতিবছরই জাতীয় বসন্ত উৎসব পরিষদ বসন্ত উপলক্ষে আয়োজন করে নানান অনুষ্ঠান। বাঙালির জন্য বসন্ত বরণ একটি বিশেষ উৎসব। শেকড়ের টানে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সব বাঙালি মিলিত হয়ে বসন্ত বরণ উৎসব পালন করে। বসন্তে বাঙালিকে হাত হাত রেখে নিজস্ব স্বকীয়তায় উদ্ভাসিত হয়ে দেশী সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করতে হবে। আর বসন্ত উৎসবকে ছাড়িয়ে দিতে হবে সারা দেশে, প্রতিটি মানুষের অন্তরে।
মনের ভেতর বসে থাকে যে কবি স্বত্ত্বা তার কাছে কোনো গানের স্বরলিপি নেই। তার কাছে নেই কোনো সংবিধান। তার কাছে নেই কোনো জাতিসংঘের নিষেধাজ্ঞা। শুধুমাত্র মাতাল প্রকৃতির ইশারা তাকে উত্তাল করে তোলে। আর বাঙালির ভেতর নাকি এই কবি স্বত্ত্বা আদি অনাদিকাল থেকে বসতি গেড়েছে ভালভাবে। সভ্যতার সেই সূত্র ধরেই পাতা ঝড়ার দিন এলে বাঙালি ব্যাকুল হয়ে উঠে কবে আসবে সবুজের জনারণ্য। সবুজ হবার আগে পাতাগুলোর বরণে যে হলুদিয়া রঙ আর যে বাসন্তি ঢঙ তাতে যেন নেচে উঠে প্রতিটি বাঙালি মন। তাই বাঙালি স্বত্ত্বায় বাসন্তি দোলা ফিরে আসে প্রতি বছর রিক্ততাকে বিদায় দিয়ে কুয়াশার চাদর ছিঁড়ে আপন আদরের মহিমায়।
মাদল বাজিয়ে সবুজের সমারোহ নিয়ে আসছে সবার প্রিয় ঋতু বসন্ত, বাতাসে তারই গন্ধ। ফুলে ফুলে সাজবে ধরা। দূর থেকে ভেসে আসবে ফুলের সুঘ্রান আর কোকিলের কুহু কুহু সমধুর ডাক। বসন্ত অনেকেই প্রেমিক ঋতু বলেন। কারণ ফাল্গুনের বাতাস গায়ে লাগতেই মনে দোলা জাগায়। বসন্তকে ঘিরে বাঙালির সংস্কৃতি-উৎসব পুরনো প্রথা। এ উৎসব শুধু নাচ-গানের অনুষ্ঠান নয়; বাঙালি সংস্কৃতিকে চেনা-জানা ও নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়ার উৎসব। তাই বসন্তে বাঙালি জাগে নতুন প্রাণে, নতুন সুরে।
ঋতু পরিক্রমায় ফাগুন এমন একটা সময় যখন প্রকৃতি সেজে উঠে ফুলে ফুলে। যার বাজেট যেমনই থাকুন না কেন পহেলা ফাল্গুনে নতুন পোশাক পরে নিজেকে সাজিয়ে নেয়ার ইচ্ছাটা জাগে সবার মাঝে। ফাগুনের উৎসবগুলোর মধ্যে চারুকলার বকুল তলায় ফাল্গুনকে বরণ করে নেয়ার যে রীতি তাই মূলত শহুরে জীবনকে সবচেয়ে প্রভাবিত করে। এবছর বছরও তার ব্যতিক্রম হবে না। আর এর পরের দিনটি তো বিশ্বজুড়ে ভালোবাসা দিবস। তাই পহেলা ফাগুনের তরুণ-তরুণীদের মাঝে লক্ষ্য করা যায় ভিন্ন এক আয়োজন।
পোশাকে ফাগুন
শীত শেষ না হলেও সকাল-দুপুরের সময়টাতে কিন্তু রোদের প্রকোপটা একটু বেশি থাকে। আর তাই জমকালো সাজ কিংবা মোটা কাপড়ের তৈরি পোশাক কোনোটাতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন না। চেষ্টা করুন নিজেকে হালকা পোশাকে ফাগুনের জন্য সাজিয়ে তুলতে। মেয়েদের জন্য সেক্ষেত্রে শাড়ি, কামিজ, জিন্স-ফতুয়া হতে পারে চমৎকার আয়োজন। শাড়ির সাথে কন্ট্রাস্ট করে ব্লাউজ ব্যবহার করতে পারে। তবে এই দিনটিতে কালো রঙ ব্যবহার না করাই ভাল। কামিজে এই সময়ের ট্রেন্ড উঠে আসতে পারে, সাথে ফাল্গুনের রঙ লাগলেই হয়ে গেল ফাল্গুনের ফ্যাশন। পুরুষদের জন্য পাঞ্জাবি সেরা। কিন্তু অনেকেই যারা অফিস থেকে বাড়ি ফেরার পথে উৎসবে অংশ নেবেন কিংবা উৎসব শেষে বাড়ি ফিরবেন। এমন ব্যক্তিদের জন্য বাজারে ফাগুনের রঙে বেশ কিছু শার্ট পাওয়া যাচ্ছে। সেগুলো হতে পারে আদর্শ।
ফুলের সাজ
ফাগুন মানেই গাঁদা ফুলের সাজ। এর কারণ প্রথম গাঁদা ফুলের রঙটা বাসন্তি। আর দ্বিতীয়ত এ সময় গাঁদা ফুল সবচেয়ে সহজলভ্য। যারা বসন্তের সকালটাকে উৎসবমুখর করতে চান তাদের জন্য বলছি, ফুলটা পারলে আগের দিন রাতের কিনে রাখুন। নইলে পহেলা ফাল্গুন ভোর বেলায় একটু বেশিই খরচ হয়ে যাবে খোঁপাটাকে গাঁদা ফুলের মালায় সাজাতে। খুব বেশি ফুল দিয়ে নিজেকে ভারি করে তোলার দরকার নেই। খোঁপা কিংবা হাতে গাঁদা ফুলের কিঞ্চিৎ ছোঁয়ায় বলে দেবে আজ পহেলা ফাল্গুন।
যারা সকাল থেকে সন্ধ্যা অবদি ফাগুন উৎসবে থাকতে চান, তারা সঙ্গে শীত কাপড় নিতে ভুলবেন না। সন্ধ্যে নাগাদ কিন্তু প্রকৃতি কিছুটা শীতল হয়ে উঠে। ফ্যাশন হাউজগুলোতে পাওয়া যাচ্ছে ফাগুনের উপযোগী শাল। একটু খরচ হলেও একটু শাল দুই-তিন বছর চাইলেই ব্যবহার করতে পারবেন। শেষটায় কড়চা পাঠকদের জন্য বলছি, বসন্ত যখন অলিন্দে করছে খেলা তখন পা তুলে নাও বেয়ে যাও অচিনেয়ে।
মন্তব্য
বিপ্লব সাহা
ফ্যাশন ডিজাইনার ও স্বত্ত্বাধিকারী
রঙ
বিগত বছরগুলোতে বসন্তের রঙ হিসেবে সোনালী হলুদ রঙ প্রাধান্য পেলেও এ বছর কিন্তু রঙের দিক থেকে মানুষ নানান ধরনের উৎসবের রঙটি ব্যবহার করবে। সেক্ষেত্রে হলুদের বিভিন্ন শেড হবে প্রধান অনুষঙ্গ। এছাড়া কমলা আর লালের দিকের রঙগুলো প্রধান্য পাবে। ফাগুন মানেই কিন্তু প্রকৃতিতে ছড়িয়ে যায় নানান ফুলের বাহার। সব পোশাকই যে লাল কিংবা হলদে হবে এমনটা কিন্তু নয়। গায়ের রঙের ভেদাভেদের কারণে অনেকেই হয়তো এমন রঙগুলো ব্যবহারে অনাগ্রহী হয়ে থাকে। তাদের কথা চিন্তা করে কিছু অফহোয়াইট ধরনের পোশাকও এসেছে বাজারে। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, টি-শাট, ফতুয়া সবই তৈরি করেছে রঙ। দাম আর প্রয়োজন অনুপাতে ফ্যাশন সচেতন বাঙালিরা যেন এ দিনটিকে উদযাপন করতে পারেন তার কথা মাথায় রেখে তৈরি করেছি পোশাকগুলো। এক্ষেত্রে দামটা অনেক গুরুত্বপূর্ণ। আর তাই দামের কথা চিন্তা করে পোশাকের পাশাপাশি আরো কিছু অনুষঙ্গ যোগ করার চেষ্টা করেছি এবারের লাইআপে। যার মধ্যে আছে স্কার্ফ, ওড়না, রুমাল আর ফাগুনের জন্য বিশেষ শাল। কেউ যদি মনে করেন, পুরো পোশাকে নয়, একচিলতে শাল জড়িয়ে কিংবা মাথায় একটা স্কার্ফ বেঁধে যেকেউ পারবেন ফাগুন উৎসবে। সবাই, ছোট-বড়, গরীব-ধনী সব স্তরের মানুষের কাছেই ফাগুন নিয়ে আসুক রঙের বাহার, এমন চিন্তা ভাবনা থেকেই রঙ সাজিয়েছে তার এবারের ফাগুনের পালা।
খালিদ মাহমুদ খান
পরিচালক
ক্রে-ক্যাফট
বাসন্তি, কমলা, লাল এ সব রঙই তো ফাগুনের পরিচয় বহনকারী। আর তাই ফাগুনের পোশাকের এসব রঙেরই আনাগোনা দেখা যাবে। তবে যেহেতু ফাগুনের উৎসবগুলো হয়ে থাকে আউটডোর তাই পোশাকের কাপড়টাতে বিশেষ গুরুত্ব দেয়া উচিত। ক্রে-ক্যাফট এবার তার বসন্তের পোশাকগুলোতে ব্যবহার করেছে সুতি। এছাড়া কিছু পোশাকে এন্ডিকটনও ব্যবহার করা হয়েছে। শীত এখনো আমাদেরকে ছেড়ে যায়নি বটে, তবে সকাল থেকে বিকেল অবদি কিন্তু সূর্যের প্রকোপটাই বেশি পরিলক্ষিত। আর তাই মোটা কাপড়ের আটসাট পোশাকের যেন ঘেমে একাকার হতে না হয় সেভাবেই তৈরি করা হয়েছে ক্রে-ক্যাফট-এর সব পোশাকগুলো। এছাড়া পোশাকটাকে যেমন ভাল লাগতে হবে তেমনি যিনি পরবেন তাকেও ভাল দেখাতে হবে। এমনটা চিন্তা-ভাবনা করেই যেকোনো পোশাক নির্বাচন করা উচিত। রঙ, প্যাটার্ন, নকশা সবকিছুতে ভাললাগা ছড়িয়ে থাকবে তবেই না হবে উৎসবের যোগ্য পোশাক। পোশাকে ব্লক, বাটিক আর হাতের কাজের প্রাধান্য লক্ষ্যনীয়। পহেলা ফাল্গুনে একচিলতে পোশাক যেন কাউকে উৎসবের শামিল করে তুলতে পারে তা মাথায় রেখেই সবগুলো পোশাক ডিজাইন করা হয়েছে। শাড়ি, কামিজ, পাঞ্জাবি আর শিশুদের পোশাক নিয়ে সাজানো এবারের ক্রে-ক্যাফট-এর ফাগুন আয়োজন। যারা ফাগুন উৎসবে সন্ধ্যাটা পার করতে চান তারাও পাবেন শীত থেকে বাঁচার উপযোগী কিছু পোশাক।
শাহীন আহমেদ
প্রধান নির্বাহী
অঞ্জন’স
নগরজীবনে উৎসবের সংখ্যা খুব কম থাকায় পহেলা ফাল্গুনের মতো দিনগুলোতে আমরা এখন ব্যস্ত হয়ে উঠি তা উদ্‌যাপনে। আর ফাগুন উদযাপনের প্রভাব এসে পড়ে ফ্যাশনে তথা পোশাকে। এ বছর ঘুরে ফিরে বসন্তের হলুদেটে ভাবটাই পোশাকে বেশি দেখা যাবে। বসন্তের রঙগুলো ঘুরে ফিরে জনপ্রিয়তা পেয়েছে পহেলা ফাল্গুনের পোশাকগুলোতে। যেসব পোশাক পরতে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করবে তার মধ্যে থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি আর ফতুয়া। তবে পোশাক তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগতভাবেই আমরা এমন কিছু মাধ্যম ব্যবহার করেছি যেগুলো পোশাকের দাম নির্ধারণকে প্রভাবিত করে। একটি দিনের জন্য অনেকেই ফাগুনের পোশাক কিনে থাকেন। আর তাই আমরা চেষ্টা করেছি এমন কিছু পোশাক তৈরি করতে যেগুলো তুলনামূলকভাবে দামে কম। কিন্তু তাই বলে পোশাকগুলো এমনও নয় যা পহেলা ফাল্গুন বাদে বছরের অন্য দিনগুলোতে পরা যাবে না। উৎসবের সাথে পোশাকটা ওতোপ্রতভাবে জড়িত বলে আমি মনে করি। একটা সময় যখন আমরা শুধু ঈদের দিনটাতেই নতুন পোশাকের কথা ভাবতাম। কিন্তু এখন আমাদের দেশজ ঐতিহ্যগত বিভিন্ন দিবসেও দেশী পোশাকে নিজেকে রাঙিয়ে নেয়া একটা অভ্যাস গড়ে উঠেছে। খুব কম দামে একটা দেশী পোশাক পরে কেউ যেন ফাল্গুনের প্রথম দিনটাকে নিজেকে প্রকৃতির রঙের সাথে একাত্ম করতে পারে সেটাই ছিল এবারের পহেলা ফাল্গুনে অঞ্জন’স-এর মূল্য লক্ষ্য।

আমার নিস্পাপ তুমি…


আমার নিস্পাপ তুমি…
আব্দুল্লাহ-আল-মামুন




একবার তুমি নীল শাড়ী পরে,
মেঘ দেখতে এসেছিল।
আমি নীল পরী ভেবে ভুল করেছিলাম।
মুহুর্তেই আমার বুকে জমাট বাঁধা নীল কষ্টগুলো
উড়ে গিয়েছিল তোমার নীল আঁচলের
আবেগী বাতাসে।
নীলা তোমার মনে আছে? একদিন তুমি
সাদা শাড়ী পরে,
আমার সাথে পুর্ণিমা দেখতে বেরিয়েছিলে।
বিশ্বাস কর, আমি একটি বারের জন্যেও
ঐ চাঁদের দিকে
মুখ তুলে তাকায় নি,
আমার তাকানোর প্রয়োজন পড়েনি।
সেদিন আমি তোমায়
চাঁদ ভেবে ভুল করি নি নীলা,
কারণ আমি জানি চাঁদ কলংকিত
কিন্তু আমার তুমি, নিস্পাপ, মহা পবিত্র।
পহেলা ফাল্গুন। টি.এস.সি তে বসে কবিতা পড়ছি,
আর তোমার জন্যে অপেক্ষা করছি।
হঠাৎ হলুদ শাড়ী পরা তোমাকে দেখলাম,
শান্ত, নিশ্চিন্ত ভঙ্গিতে আমার দিকে আসছ।
মুহুর্তে আমি আমার হলুদ পাখিটিকে নিয়ে
হারিয়ে গিয়েছিলাম দূর অজানায়।
তুমি এসে গায়ে হাত দিয়ে ডাকলে,
আমি আবার ফিরে এলাম
আমার প্রাণপ্রিয়, আদুরে পাখিটির কাছে।
জানো নীলা, সেদিন আমি তোমায়
হলুদ পাখি ভেবে ভুল করি নি।
ঐ দিগন্ত বিস্তৃত খোলা আকাশ,
চিৎকার করে ডেকে বলেছিল,
আসো, আমার বুকে ডানা ঝাপটাও,
উড়ো, আমাকে ধন্য কর।
কিন্তু তুমি ঐ ঈর্ষাপরায়ণ আকাশকে নয়
আমাকে ধন্য করেছিলে।
“নীলা শোনো, লাল শাড়ীতে তোমাকে
দারুন মানায়, যেন এক
প্রস্ফুটিত নিস্পাপ গোলাপ।”-একবার তোমাকে
ডেকে বলেছিলাম। তুমি
শুধু হেসেছিলে কিন্তু অবাকও হয়েছিলে
যখন এক হাজার একটা তাজা গোলাপ,
আমার গোলাপের পায়ের নিচে সঁপে দিয়েছিলাম।
বিশ্ব বিধাতা নিজ হাতে তোমায় সূষ্টি করেছেন
প্রকূতির সমস্ত সৌন্দর্যকে লজ্জা দিতে,
আর তাইতো ঐ কলংকিত চাঁদ
আমার নিস্কলংক তোমাকে দেখে মেঘের আড়ালে লুকোয়,
বাগানের ঐ ফুল লজ্জায় ঝড়ে যায়।
বিধাতা আমায় করুণা করে তোমাকে দান করেছেন।
বিধাতার কাছে আমার জীবনের শেষ চাওয়া,
এ দান যেন আমার জীবন দিয়ে হলেও
অক্ষত রাখতে পারি।

পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন আমার জন্য নয়

পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন আমার জন্য নয়

বিদ্যা সিনহা মিম। ছোটপর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী। শুধু ছোটপর্দাই নয়, এখন তিনি চলচ্চিত্রেও নিয়মিত কাজ শুরু করেছেন। নিজের সাম্প্রতিক ব্যস্ততা এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিন-এর সাথে। সাক্ষাত্কার নিয়েছেন রবি হাসান

পহেলা ফাল্গুন পালন উপলক্ষে কোনো পরিকল্পনা রয়েছে কি?

আসলে কখনোই পহেলা ফাল্গুন কিংবা ভ্যালেন্টাইনে তেমন কিছু করা হয়নি। আর এখন তো কাজের জন্য এসব দিবস নিয়ে ভাবনার সুযোগই পাই না। পহেলা ফাল্গুন ও ভ্যালেন্টাইন আমার জন্য নয়। এবারও শুটিংয়ে থাকতে হবে। তাই স্বাভাবিকভাবেই দিবসটি আলাদাভাবে পালনের সুযোগ পাচ্ছি না।

তারপরও আপনার ফাল্গুন পালনকারী ভক্তদের জন্য সাজসজ্জা বা রূপচর্চা নিয়ে কিছু বলুন।

ফাল্গুনের সাজে বাসন্তী রংয়ের প্রাধান্য আমাদের দেশে বরাবরই দেখা যায়। তবে কেউ যদি একটু ভিন্ন লুক আনতে চায় তাহলে টিয়া বা সবুজ রংটিকেও বিবেচনায় নিতে পারে। আর অলংকার সম্পর্কে বলব, ফুলের বিকল্প আর কিছুই নেই। মেকআপে হালকা সাজেই বাঙালিয়ানা ফুটে উঠবে।

সম্প্রতি আপনার অভিনীত গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এটির রেসপন্স এবং বিজ্ঞাপন নিয়ে আপনার কাজ প্রসঙ্গে বলুন।

এই বিজ্ঞাপনটির প্রশংসা সবার কাছ থেকেই পাচ্ছি। এমনটা একবারও হলো না যে, শুধু একজনের কাছেও খারাপ লেগেছে। আসলেই অনেক দারুণ বানিয়েছেন নির্মাতা। জমজের মধ্যে দুটি ভিন্ন চরিত্রের রসায়নটা আসলেই ব্যাপক হয়েছে। তাদের সঙ্গে হয়তো নিয়মিতই কাজ হবে। এর চেয়ে ছোট নয়, এর সমান কিংবা আশাকরি এর চেয়েও বড় ধরনের কাজ হবে। আমারও ইচ্ছে আছে এ ধরনের গুণগতমানের বিজ্ঞাপনে নিয়মিত কাজ করার।

আপনি তো এখন 'তারকাঁটা' শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন, এ প্রসঙ্গে বলুন।

হুমম, গত বেশ কিছুদিন ধরেই এই চলচ্চিত্রের শুটিং করছি। আগামী মার্চ পর্যন্ত এর শুটিং করতে হবে। এতে আমি ছাড়াও মৌসুমী আপু এবং আরেফিন শুভ কাজ করছে। আশাকরি একটি ভালো চলচ্চিত্র হবে।

তাহলে কী এই চলচ্চিত্রে আপনি এবং মৌসুমী প্যারালাল চরিত্রে অভিনয় করছেন?

আসলে প্যারালাল নয়, এই চলচ্চিত্রের ৩টি চরিত্রকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেফিন শুভর প্রেমিকার চরিত্রে অভিনয় করি, আর বোনের চরিত্রে অভিনয় করছেন মৌসুমী আপু।

তাহলে কী চলচ্চিত্রের মূল নায়িকা আপনি, মৌসুমী নয়?

আসলে ঘটনাটি এরকম নয়, ৩ জনের চরিত্রের গুরুত্ব একই সমান। গল্পতে মূলত সম্পর্কের গুরুত্বকে বুঝানো হয়েছে—প্রেমিক-প্রেমিকার সম্পর্ক কেমন হওয়া উচিত এবং ভাই-বোনের সম্পর্ক কেমন হওয়া উচিত।

গত বইমেলায় আপনার একট বই প্রকাশ হয়েছিল। যতদূর জানি এবারের মেলায় আপনার বই প্রকাশ হচ্ছে না। এ বিষয়ে কিছু বলুন।

গত বইটার রেসপন্স অনেক ভালো ছিল। ইচ্ছে ছিল নিয়মিতই লেখার। অনেক প্রকাশনী সংস্থা থেকেও ফোন পেয়েছি। কিন্তু এত ব্যস্ততার জন্য লেখালেখিতে একদমই সময় দিতে পারছি না।

আজ পহেলা ফাল্গুন, নতুনরূপে সেজেছে ঋতুরাজ

আজ পহেলা ফাল্গুন, নতুনরূপে সেজেছে ঋতুরাজ

  ১ ফাল্গুন ১৪২০ | Thursday, February 13, 2014

imagty1.jpg
নিজস্ব প্রতিবেদক: আজ পহেলা ফাল্গুন । ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত। ফাল্গুনের হাওয়া দোল লেগেছে প্রকৃতিতে। নতুনরূপে সেজেছে ঋতুরাজ। দখিনা হাওয়া, মৌমাছিদের গুঞ্জরণ, কচি-কিশলয় আর কোকিলের কুহুতানে জেগে ওঠার দিন আজ_ ‘আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়’। লাল আর বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় ভাসবে বাঙালি। বসন্ত অনেক ফুলের বাহারে সজ্জিত হলেও গাঁদা ফুলের রংকেই এদিনে তাদের পোশাকে ধারণ করে তরুণ-তরুণীরা। খোঁপায় শোভা পায় গাঁদা ফুলের মালা। বসন্তের আনন্দযজ্ঞ থেকে বাদ যাবে না গ্রামীণ জীবনও। বসন্তকে তারা আরও নিবিড়ভাবে বরণ করে। বসন্তের বন্দনা আছে কবিতা, গান, নৃত্য আর চিত্রকলায়। সাহিত্যের প্রাচীন নিদর্শনেও বসন্ত ঠাঁই করে নিয়েছে তার আপন মহিমায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আধুনিককালের বাউল-কবির মনকেও বার বার দুলিয়েছে ঋতুরাজ বসন্ত। বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন-বসন্ত উৎসব’ হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবে এ উৎসব এখন গোটা বাঙালির কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ প্রতিবছরের মতো এবারও বসন্ত উৎসবের আয়োজন করেছে। দিনভর চলবে তরুণ-তরুণীদের বসন্ত বরণের উচ্ছ্বাস।বসন্তের নাচ, গান ও কবিতার পাশাপাশি প্রতিবাদী নাচ, গান ও আবৃত্তিরও আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। সকাল ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় শিল্পী আকরাম হোসেনের ‘এস রাজ’-এর সুর মূর্ছনা দিয়ে শুরু হবে বসন্ত আবাহনের দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম ভাগের কর্মসূচি।
এরপর থাকবে বসন্ত শোভাযাত্রা, আবীর ও ফুলের প্রীতি বন্ধনীর পাশাপাশি থাকবে নাচ ও গানের আয়োজন। বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত একযোগে এ অনুষ্ঠান চলবে চারুকলা অনুষদের বকুলতলা, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, লক্ষ্মীবাজার এবং ধানমন্ডি ৮ নম্বর রোড সংলগ্ন রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চে।
পুরান ঢাকায় বসন্তের দোলা পেঁৗছে দেওয়ার জন্য দ্বিতীয় বারের মতো বাহাদুর শাহ পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উৎসবে শিশু-কিশোরদের পরিবেশনা আদিবাসী পরিবেশনা, বসন্ত কথন পর্ব, রংতুলিতে বসন্ত, একক ও দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, নৃত্যনাট্য প্রভৃতি পরিবেশিত হবে। প্রতিবারের মতো এবারও বকুলতলায় সকালের অনুষ্ঠানটি চ্যানেল আই, রবীন্দ্র সরোবরের বিকালের অনুষ্ঠানটি এনটিভি এবং বাহাদুর শাহ পার্কের অনুষ্ঠানটি ৭১-টিভি সরাসরি সম্প্রচার করবে। পহেলা ফাল্গুন ও বসন্ত উৎসব উপলক্ষে শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে সন্ধ্যা ৬টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পহেলা ফাল্গুন

আজ ১৩ই ফেব্রুয়ারি,২০১৪ , বুধবার ‘পহেলা ফাল্গুন’ ।।

জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ’ বিগত প্রায় দুই দশক সময়কাল ধরে নিয়মিত ‘বসন্ত উৎসব’
পালন করে আসছে । প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম দিন অর্থাৎ ‘পহেলা ফাল্গুন’ আমাদের এই উৎসব ।
এই উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির বিভিন্ন পরিবেশনা , নানা আনন্দমুখর অনুষ্ঠান , বর্ণাঢ্য শোভাযাত্রা,পুষ্প ও চিত্রশিল্পপ্রদর্শনী, রাখী ও প্রীতি বিনিময় ,ঐতিহ্যবাহী পোষাক ,সাজসজ্জা ও দেশজ সংস্কৃতি পরিবেশনার মধ্য দিয়ে পালিত হয় ।
এ বছরও উৎসব পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনসস্টিটিউটের বকুলতলায় ।
ভোর ৬-৩০ মিনিটে ক্লাসিক্যাল বেহালা বাদন দিয়ে শুরু হবে । মুল ‘বসন্ত আবাহন’ শুরু হবে ৭-৩০ মিনিট থেকে । চলবে সারাদিন – প্রকৃতির, মানুষের মাঝে মিলনের -নাচ গান কবিতা ।
চারুকলা ছাড়াও , রবীন্দ্র সরোবর ও বাহাদুর শাহ পার্কের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎসব হবে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ,যশোরসহ দেশের সবর্এ এই উৎসব একই দিনে পালিত হবে ।
উৎসবগুলোতে প্রাকৃতিক পরিবেশে দেশের বরণ্য শিল্পীদের ঐতিহ্যবাহী সঙ্গীত,নৃত্য,গীতিনাট্য ,আবৃত্তি সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে ।