ব্লগারে পছন্দমত টেম্পলেট (থিম) ব্যবহার
গুগলের ব্লগিং ব্যবস্থা ব্লগার ( www.blogger.com )
জনপ্রিয় অনেক কারনে। ব্লগ তৈরী জন্য আপনার শুধুমাত্র ইমেইল থাকাই যথেস্ট।
তাদের সাইটে যান, ব্লগের নাম-পরিচয় লিখে দিন, একটি টেম্পলটে সিলেক্ট করুন,
ব্লগিং শুরু করুন। কি করতে হবে লেখা রয়েছে বাংলায় কাজেই ভাষাগত সমস্যাও
নেই। কোন খরচ নেই।
আর
ব্লগ তৈরীই শুধু না, তৈরীর পর তাকে যেকোন ধরনের কাজে ব্যবহার করা যাবে।
এডসেন্স যোগ করে আয় করুন, অন্যের বিজ্ঞাপন সাইটে রেখে অর্থ উপার্জন করুন,
অনলাইন দোকান হিসেবে ব্যবহার করে ব্যবসা করুন, অন্য যতরকমভাবে পদ্ধতি রয়েছে
সবকিছু করুন, কাউকে টাকা দিতে হবে না।
ব্লগার
এর সাইটকে নিজের ইচ্ছেমত কোড লিখে পরিবর্তন করা যায়। নিজস্ব টেম্পলেট তৈরী
করে ব্যবহার করা যায়। আবার যারা প্রফেশনাল কাজের জন্য টেম্পলেট তৈরী করেন
তাদের তৈরী টেম্পলেট ব্যবহার করা যায়।
ইন্টারনেটে
বহু সাইট রয়েছে যেখানে ব্লগারের টেম্পলেট পাওয়া যাবে। সেখানে দুধরনের
টেম্পলেট পাবেন, একধররেনর টেম্পলেট বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করতে
পারেন, আরেক ধরনের টেম্পলেট ব্যবহারের জন্য টাকা দিয়ে কিনতে হয়।
যে ধরনের টেম্পলেটই হোক, সেটা ব্যবহার করবেন কিভাবে জেনে নিন।
. ব্লগার ড্যাসবোর্ডে যান।
. Design লিংকে ক্লিক করুন এবং Edit HTML ট্যাবে যান
. Download Full Template বাটনে ক্লিক করে আগের টেম্পলেট সেভ করুন (জরুরী, কোন সমস্যা হলে আগের যায়গায় ফেরা প্রয়োজন হতে পারে।।
. Browse বাটনে ক্লিক করে আপনার হার্ডডিস্কের টেম্পলেটটি সিলেক্ট করুন এবং Upload বাটনে ক্লিক করুন।
. Preview বাটনে ক্লিক করুন।
. সবকিছু ঠিক থাকলে বাটনে Save Template ক্লিক করুন।
কাজেই,
আপনাকে একটি থিম নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এমন কথা নেই। এই মুহুর্তে
পছন্দের টেম্পেলট যদি নাও থাকে, পরবর্তীতে যে কোন সময় সেটা পরিবর্তনের
সুযোগ পাবেন।
www.BTemplates.com সাইটে শতশত বিনামুল্যের টেম্পলেট রয়েছে। সেখান থেকে পছন্দ করে ডাউনলোড করে নিতে পারেন।
0 মন্তব্য(গুলি):
Post a Comment