ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার
ব্লগিং
এর শুরুতে ব্লগারে ব্লগ ব্যবহারের সুবিধে অনেকগুলি। এতে কোন খরচ নেই, খুব
সহজে, যে কোন সময়ে তৈরী করে নেয়া যায়, কোন ধরনের বিধিনিষেধ নেই বলে একে
আয়ের জন্য ব্যবহার করা যায়। আর এর ব্যবহার খুবই সহজ। অন্তত অন্যান্য ব্লগিং
ব্যবস্থার তুলনায়।
ব্লগিং
এর অভিজ্ঞতা লাভ করার পর হয়ত ব্লগার সম্পর্কে এই ধারনা পাল্টে যেতে পারে।
আপনি যখন ব্লগিং এর সুবিধে-অসুবিধে সম্পর্কে জানেন, ভিজিটর বাড়ায় প্রয়োজন
বেড়েছে এবং আয় আসতে শুরু করায় অর্থ ব্যয় করার সংগতি হয়েছে। আপনি হয়ত ব্লগকে
ওয়ার্ডপ্রেস ব্লগে পরিনত করে নিজস্ব হোষ্টিং ব্যবহার করতে চান। কাজটি
কিভাবে করবেন জেনে নিন।
আপনার কাজ ৩টি। ব্লগারের সাইটের ব্যাকআপ নেয়া এবং তাকে ওয়ার্ডপ্রেসে পরিনত করা, এরপর ওয়ার্ডপ্রেসে ইমপোর্ট করা।
ব্লগার থেকে ব্যাকআপ নেয়ার জন্য যা করবেন;
. ড্যাসবোর্ডে Setting ক্লিক করুন
. Basic ট্যাব সিলেক্ট করুন।
. Blog Tools অংশে Export লিংকে ক্লিক করুন।
. Download Blog ক্লিক করুন।
আপনার পুরো ব্লগ ফাইল হিসেবে ডাউনলোড হবে।
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে পরিনত করা
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে পরিনত করার জন্য ওয়েবভিত্তিক টুল ব্যবহার করা যায়।
. Browse বাটনে ক্লিক করে ডাউনলোড করা ফাইলটি ব্যবহার করুন।
. Convert বাটনে ক্লিক করুন।
কিছুক্ষনের মধ্যে আপনার ব্লগটি ওয়ার্ডপ্রেস ফরম্যাটে পাওয়া যাবে।
ওয়ার্ডপ্রেসে ইমপোর্ট করা
. ড্যাসবোর্ডে যান।
. Tools অংশে Import সিলেক্ট করুন।
. কনভার্ট করা ফাইলটি ব্যবহার করুন।
আপনার ব্লগার ব্লগের সবকিছু ওয়ার্ডপ্রেস ব্লগে পাওয়া যাবে।
0 মন্তব্য(গুলি):
Post a Comment