এক্সটার্নাল সিএসএস (External CSS Tutorial in Bangla)
ইন্টারনাল বা ইনলাইন সিএসএস খুব প্রয়োজন ছাড়া লেখা হয়না, লেখা উচিৎ ও নয়। কারন এতে এইচটিএমএল ফাইল দেখতে নোংড়া লাগে এবং অনেক বড় হয়ে যায়। তাই সব সিএসএস রুলকে একসাথে করে একটা ফাইলে রেখে সেটা .css এক্সটেনশন নাম দিয়ে (যেমন style.css) সেভ করে HTML ফাইলে সংযুক্ত করে দিলেই হয়ে যায়। এটার নামই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এইচটিএমএল এ link নামে একটা ট্যাগ আছে এটা দিয়েই সংযোগ দেয়া যায়। একটা উদাহরন
01.
<!DOCTYPE html>
02.
<
html
>
03.
<
head
>
04.
<
link
href
=
"/style.css"
rel
=
"stylesheet"
type
=
"text/css"
/>
05.
</
head
>
06.
<
body
>
07.
08.
<
h1
>Webcoachbd demo heading</
h1
>
09.
10.
<
p
>demo content goes here.</
p
>
11.
12.
</
body
>
13.
</
html
>
এবার এই ফাইলটি index.html নামে সেভ করুন। style.css এর কোড
1.
h
1
{
2.
color
:
#f00
;
3.
background
: yellow;
4.
text-align
:
center
;
5.
}
প্রফেশনালি সবাই এক্সটার্নাল সিএসএস ই ব্যবহার করে কেননা একটা এইচটিএমএল ফাইলের জন্য হাজার হাজার লাইন পর্যন্ত সিএসএস রুল লিখতে হয়। ফলে এইচটিএমএল এবং সিএসএস ফাইল আলাদা করাটা জরুরি হয়ে পরে এবং পরবর্তীতে কোড মেইনটিনেন্স এর কাজ অত্যন্ত সহজ হয়ে যায়।
** আমরা বেশিরভাগ সিএসএস টিউটোরিয়ালে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে উদাহরন দেব কারন এতে আমাদের দেখাতে সুবিধা হবে। তবে আপনারা প্রফেশনালি কিংবা বাস্তবে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে কাজ করবেন।
1 মন্তব্য(গুলি):
Post a Comment