জাভাস্ক্রিপ্ট এলার্ট ফাশন টিউটোরিয়াল (Javascript Alert Function Tutorial in Bangla)



এতক্ষনে অনেকগুলি alert() এর ব্যবহার দেখে এসেছেন। alert() এর ভিতর যেকোন স্ট্রিং কোটেশনের ভিতরে দিলে সেটা ব্রাউজারে এলার্ট দেখায় এবং সেটা ok না করা পর্যন্ত ইউজার কোন কাজ করতে পারবেনা।
বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে এই এলার্ট খুব কাজে লাগে যেমন
মূলত ইউজারকে সতর্ক করাই এলার্টের আসল কাজ। এছাড়া ডেভলপারদের অনেক কাজে লাগে এই্ এলার্ট, কোড ডিবাগিং এর জন্য।
এই্চটিএমএল এ onclick ইভেন্ট দিয়ে সরাসরি এলার্ট ফাংশন ব্যবহার করা যায়। যেমন
1.<form>
2.<input onclick= "alert('This product is sold')" value="Sold">
3.</form>
প্রয়োগ দেখুন
ডেভলপারদের কোড ডিবাগিং এর জন্য এটা একটা মোক্ষম হাতিয়ার। যেমন আমি একটা ভেরিয়েবল এর মান যেকোনভাবে পরিবর্তন করলাম এখন ভেরিয়েবলটির সর্বশেষ মান কি সেটা দেখতে আমরা এলার্ট ব্যবহার করি। এরুপ আরো বহু ক্ষেত্র আছে যেখানে এলার্ট ফাংশন ব্যবহার করে অ্যারের মান, ইনডেক্স, ভেরিয়েবলের মান ইত্যাদি দেখা যায়।
01.var x = 14;
02.var y = 5;
03.if(x > y){
04.alert('x is greater than y');
05. 
06.}else{
07.alert('x is less than y');
08. 
09.}
প্রয়োগ দেখুন

0 মন্তব্য(গুলি):