জাভা প্রোগ্রামিং এ Arrays
বাংলায় জাভা প্রোগ্রামিং শেখার ধারাবাহিকটিউটোরিয়ালের আজ চতুর্থ পর্ব, আজ আমরা দেখব জাভা প্রোগ্রামিং এ ব্যবহৃত – Conditionals ।
public class Main {খেয়াল করুন, এখানে কোন size উল্লেখ করা হয়নি, কারণ আমরা এখনও array’টি create করিনি।
public static void main(String[] args) {
int[] arr;
}
}
public class Main {এখন একটি নতুন arraycreate হবে যেটির size হবে 10. আমরা যদি এখন চাই তাহলে arrayটির length প্রিন্ট করে তার size চেক করতে পারব।
public static void main(String[] args) {
arr = new int[10];
}
}
public class Main {এবার আমরা একটু আগেই তৈরি করা array’টিকে access করতে পারব এবং value সেট করতে পারব:
public static void main(String[] args) {
System.out.println(arr.length);
}
}
public class Main {জাভার arrayগুলো 0 based, এর অর্থ হল একটি array এর first element’টিকে যখন accesse করা হয় তখন এর index 0 ধরা হয় (যেমন: arr[0], এটি first element’কে access করে)। এছাড়াও, উদাহরণস্বরূপ বলা যায় যে, যদি কোন একটি array এর size 5 হয়, তাহলে এটি সর্বোচ্চ index 4 পর্যন্ত যাবে কেননা এটি 0 based ।
public static void main(String[] args) {
arr[0] = 4;
arr[1] = arr[0] + 5;
}
}
public class Main {এছাড়াও আমরা একই লাইনে value’সহ arraycreate করতে পারি।
public static void main(String[] args) {
int[] arr = new int[5]
//accesses and sets the first element
arr[4] = 4;
}
}
public class Main {মনে রাখবেন, loop ছাড়া arrayprint করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন এটা [I@f7e6a96 টাইপের একটা বিদঘুটে জিনিস print করেছে।
public static void main(String[] args) {
int[] arr = {1, 2, 3, 4, 5};
}
}
0 মন্তব্য(গুলি):
Post a Comment