সিপ্যানেলে ফাইল পারমিশন বা অনুমতি



সিপ্যানেলে ফাইল ম্যানেজারে গিয়ে যেকোন ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করলে যে কনটেক্সক্ট মেনু আসে সেখানে change permission নামে একটা অপশন আছে।এখানে ক্লিক করে ফোল্ডারের পারমিশন ৭৫৫ করে দিন।এই অপশনগুলি দেখলেই বুঝতে পারবেন কি করা উচিৎ, read.write,execiute এধরনের অপশন থাকে এগুলোতে টিকমার্ক দিলেই নিচে এক একটা নাম্বার উঠে।কোন ফাইলের পারমিশন ৭৭৭ হওয়া উচিৎ নয় বিশেষ করে configuration.php
PHP ফাইল পারমিশন ৬৪৪
Config ফাইল পারমিশন ৬৬৬
অন্যান্য ফোল্ডার পারমিশন ৭৫৫

jooomla file permission change
উপরের চিত্রটিতে দেখুন Password Protect নামের একটা অপশন আছে,এটা ব্যবহার করে গুরত্বপূর্ন ফোল্ডারকে পাসওয়ার্ড দিয়ে রাখা বুদ্ধিমানের কাজ।যেমন Administrator ফোল্ডারটি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন।

0 মন্তব্য(গুলি):