ডিফল্ট ইউজার নাম ‘admin’ পরিবর্তন করা
জুমলা ইনস্টল করার পর এর ব্যাকইন্ডে লগিন করার সময় ইউজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হয়।এই ইউজার নাম বাই ডিফল্ট ‘admin’ থাকে এটা পরিবর্তন করে নতুন কোন নাম দেয়া জরুরি।তা নাহলে হ্যাকিং এর একটা রাস্তা খোলা থাকল।এটা করার জন্য ব্যাকইন্ডে লগিন করার পর site মেনু বা নিচের ট্যাবগুলি থেকে user manager এ যান এরপর super administrator বরাবর যে নাম আছে সেখানে ক্লিক করুন।এবার দেখবেন username ‘admin’ আছে, এটা পরিবর্তন করে নিজের ইচ্ছেমত নাম দিন।এখানে আরও অনেক অপশন আছে যেম password,email ইত্যাদিও পরিবর্তন করতে পারেন।শেষে সেভ করে বের হয়ে আসুন।
0 মন্তব্য(গুলি):
Post a Comment