প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলেই কি বানিজ্যিক- private university and business


প্রাইভেট বিশ্ববিদ্যালয় আসলেই কি বানিজ্যিক, শিক্ষা তো মৌলিক অধিকার। আমরা ৩ থেকে ১২ লক্ষ টাকা খরচ করে প্রায়ভেট বিশ্ববিদ্যালইয়ে পরতেছি। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়এ পড়ে তারা কেন প্রাইভেট এ পরছে, পাবলিকে ভর্তি হবার সুযোগ না হবার কারনে। যদি বলা হয় এই ব্যর্থতা আমাদের, তাহলে আমি বলবো এটা ভুল। ধরুন, একটা প্লাটফর্মে ১০০ জন মেম্বার আছে, আপনি ৩০ জন কে প্লাটফর্ম এর পক্ষ থেকে থাকা-খাওয়ার ব্যাবস্থা করে দিবেন, আর বাকি ৭০ জন এর কথা ভাববেন না। তখন এই ৭০ জন কি করবে, নিজ ব্যাবস্থাপনায় কিছু করার চেষ্টা করবে। আর আপনি যদি সেখানে এসে নাক গলান, বিষয় টা কি তাইলে ভাল দেখায়?


এই যে ৩ থেকে ১২ লক্ষ টাকা দিয়ে যারা পরতেছে, তারা কিন্তু বাধ্য হয়ে এত টাকা দিয়ে পরতেছে, সবাই সবার সাধ্য মত প্রায়ভেট বিশ্ববিদ্যালয় বেছে নিচ্ছে। কেও ৩ লক্ষ, কেও ৫, কেও ৭, কেও ১২। আপনি খবর নিয়ে দেখেন ১০-১২ লক্ষ দরের কিছু বিশ্ববিদ্যালয় ব্যতিত অন্য যে বিশ্ববিদ্যালয় এ যারা পরছে তাদের ৯০ভাগ মধ্যবিত্ত। তারা তাদের মৌলিক অধিকার পায় নাই বলেই, কস্ট করে হলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ পরতেছে। যেখানে পাবলিক এ নাম মাত্র বেতন নেওয়া হচ্ছে, সেখানে বাকিরা ৩ থেকে ১২ লক্ষ টাকা খরচ করে পরতেছে, এই বৈসম্মতা কেন আপনার কি এই উত্তর জানা আছে?

আপনি এটা বলতে পারবেন না, যারা পাবলিক এ পড়ে তারা মেধাবী তাই তাদের এই সুযোগ দেওয়া হবে, আর বাকিরা যা তা।  একটু খোঁজ নিয়ে দেখেন, পাবলিকে অনেক সুযোগ-সুবিধা পাওয়া সত্তেও, তাদের থেকে বেশি ভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। কয়েকটা পরীক্ষার ফলাফল কখনই একটা ছাত্র ভবিষ্যতে কি করবে তার মাপকাঠি হতে পারে না।

কথিত আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে টাকার বিনিময় এ  সার্টিফিকেট দেওয়া হয়, পরীক্ষার আগে প্রশ্ন দেওয়া হয় কিন্তু আমি বলব কই আমি তো কখনও পেলাম না। চিন্তা ধারাটা পাল্টান, ওই দিন আর নেই যে পরিক্ষা হলে বই খুলে লেখে ফাস্ট ক্লাস পাওয়া যায়। হতে পারে রেঙ্কিং এর শেষ কয়েকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়, তাই বলে সবাইকে এক কাতারে দাড় করানো টা ঠিক হবে না। যে ১০ ভাগ ছাত্র এমন করছে, তারা কিন্তু টাকা দিয়ে পাবলিকেও ভর্তি হচ্ছে।

পরিশেষ এ বলতে চাই, আপনি যদি সব কিছু তালগোল পাকিয়ে ভাবেন, এরা টাকা দিয়ে সার্টিফিকেট নেয়, এদের বাবার অনেক টাকা, এদের উপর ১০ ভাগ কর আরোপ করে দেশ সমৃদ্ধ করব, এটা আপনার ভুল সিদ্ধান্ত হবে। তখন হয়ত যারা ৭ লক্ষ টাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ত তারা এখন ৬ লক্ষ টাকার প্রায়ভেট বিশ্ববিদ্যালয়ে পরবে, বাকি ১ লক্ষ টাকা আপনাকে কর দিবে। 



Md. shakil Ahmmed
Dept. of CSE
Daffodil International University.


  

0 মন্তব্য(গুলি):