বাংলায় জাভা প্রোগ্রামিং – ভূমিকা

বাংলায় জাভা প্রোগ্রামিং 

– ভূমিকা


আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। আমি জানি আপনারা অনেকেই আমাদের আজকের আলোচ্য বিষয়টির সাথে পরিচিত, তবুও যারা এর সম্পর্কে বিস্তারিত জানেন না তাদেরকে আজ আমার এই ব্লগের মাধ্যমে বর্তমান জগতের একটি অন্যতম শক্তিশালী ও কার্যকর প্রোগ্রামিং ভাষা – জাভা’র সাথে আরও গভীরভাবে পরিচয় করিয়ে দেব। আমার প্রচেষ্টা থাকবে যাতে আপনারা ধাপে ধাপে এই ভাষাটিকে আয়ত্ত করতে পারেন। সেই দিকটিকে মাথায় রেখে এই সিরিজটিকে সাজাতে চেয়েছি একজন শিক্ষানবিশ থেকে একজন দক্ষ প্রোগ্রামার সবার জন্যে।

আপনারা সূচিপত্র থেকে যেকোনো একটি অধ্যায় নির্বাচন করে এবং সেখানে দেখানো ইন্সট্রাকশনগুলো অনুসরণ করে শুরু করতে পারেন জাভা প্রোগ্রামিং অথবা চাইলে আপনারা প্রথম পর্ব থেকেও শুরু করতে পারেন। তবে আপনি যদি এমন কেউ হন যিনি জাভা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে যেন আপনি প্রথম অধ্যায় থেকেই শুরু করেন। তাহলে পরবর্তি অধ্যায়গুলো বুঝতে আপনার অনেক সুবিধা হবে… তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক – “জাভা প্রোগ্রামিং”
সূচিপত্র
জাভা প্রোগ্রামিং এর যে বেসিকগুলো আমরা এখানে শিখবঃ

0 মন্তব্য(গুলি):