সি প্রোগ্রামিং – লেকচার ১: কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটারের ডাটা টাইপ
কম্পিউটার প্রোগ্রামিং কি?
কম্পিউটারকে দিয়ে আমরা একইভাবে কোন একটা কাজ করাতে পারি। তার জন্য
একটার পর একটা ইন্সট্রাকশন লিখে দিতে হবে। এই ইন্সট্রাকশন লিখে দেয়ার
প্রক্রিয়াটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং।
কম্পিউটার প্রোগামিং এর জন্য আমরা C ল্যাংগুয়েজ ব্যবহার করব। কম্পাইলার হিসাবে আপনারা http://ideone.com/ ঠিকানার IDE টা ব্যবহার করতে পারেন প্রাথমিকভাবে।
কম্পিউটারের ডাটা টাইপ
কম্পিউটার এ আমরা সাধারণত ৩ ধরনের ডাটা টাইপ ব্যবহার করি।
প্রথমটা নাম্বার- বিভিন্ন ধরনের সংখ্যা আমরা ব্যবহার করতে পারি।
15
23.8
-67
-13.78
এরপর আছে String (স্ট্রিং). এক বা একাধিক বর্ণ বা সংখ্যা বা চিহ্ন ব্যবহার করে কোন তথ্য উপস্থাপন করতে হরে আমরা String ব্যবহার করি।
নিচে কিছু String এর উদাহরণ দেয়া হলঃ
নিচে কিছু String এর উদাহরণ দেয়া হলঃ
“Dhaka”
“বাংলাদেশ”
“সিরাজগঞ্জ-৭”
“১২৫৬”
“12387”
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”
“বাংলাদেশ”
“সিরাজগঞ্জ-৭”
“১২৫৬”
“12387”
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি”
String বোঝানোর জন্য আমরা কোটেশন মার্ক (“) ব্যবহার করি। যেমন 12367 একটা নাম্বার কিন্তু “12367” একটা String।
আর এক ধরণের ডাটা টাইপকে আমরা বলি boolean (বুলিয়ান) বা সংক্ষেপে bool। এটাতে শুধুমাত্র True বা False এই দুইটা মান রাখা যায়।
০ থেকে ৯ ব্যবহার করে যেমন সব সংখ্যা লেখা যায় তেমনি এই তিন ধরনের ডাটা
টাইপ ব্যবহার করে আমরা যে কোন ধরণের ডাটা কম্পিউটারে উপস্থাপন করতে পারি।
C ল্যাংগুয়েজে আমরা যেসব primitive ডাটা টাইপ ব্যবহার করি সেগুলো হলঃ
int, char, short, long, float, double
এই টাইপগুলো ব্যবহার করে সব ধরনের তথ্য উপস্থাপন করা যায়।
0 মন্তব্য(গুলি):
Post a Comment