সিপ্যানেল এবং মাইক্রোসফট আউটলুক ব্যবহার করে নিজের মেইল চেক করা
আগের টিউটোরিয়ালে যে মেইল তৈরী করলাম এখন সেই মেইলে পাঠানো কোন মেসেজ দেখতে হলে বা এখান থেকে মেইল পাঠানোর বেশ কয়েকটি পদ্ধতি আছে যেকোন একটি ব্যবহার করতে পারেন।
১.ওয়েবমেইল ব্যবহার করে
২.ইমেইল ক্লাইন্ট যেমন মাইক্রোসফট আউটলুক,মজিলা থান্ডারবার্ড ইত্যাদি ব্যবহার করে।
ওয়েবমেইল ব্যবহার করে মেইল দেখা বা চেক করা
ব্রাউজারের এড্রেসবারে টাইপ করুন http://www.yourdomain.com/webmail www.yourdomain.com জায়গায়
আপনার সাইটের নাম দিলে ইমেইল আর পাসওয়ার্ড চাইবে।এভাবে না হলে নিচের মত
লিখুন http://webmail.servername.com, যেখানে 'servername.com' এর জায়গায়
আপনার সার্ভারের নাম হবে (যেমন http://webmail.siteground121.com).যাইহোক
এবার পুরো মেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিলে ৩টি ওয়েবমেইল ক্লাইন্ট আসবে Horde, SquirrelMail এবং RoundCube
যেকোন একটিতে ক্লিক করেলই অনেকটা ইয়াহু গুগল এর মত একটা উইন্ডো আসবে,এখান
থেকে ইনবক্স এ ক্লিক করে নিজের মেইল চেক করতে পারেন।আরও অনেক অপশন আছে
এখানে যেমন মেইল পাঠাতে পারবেন,ফরওয়ার্ড করতে পারবেন ইত্যাদি ইয়াহু গুগলে
যদি এগুলি পারেন তাহলে এখানেও পারবেন কারন মোটামুটি সব এক।
ইমেইল ক্লাইন্ট যেমন মাইক্রোসফট আউটলুক ব্যবহার করে মেইল দেখা
মাইক্রোসফট আউটলুক এক্সপ্রেস কনফিগার করামাইক্রোসফট আউটলুক প্রথমবার খুললেই কনফিগার করার অপশন আসে,সেখানে নিচে একটা চেকবক্স আছে Manually Configure Server setting or additional server types সেখানে ক্লিক করলেই উপরের সব অপশন disable হয়ে যায়।এবার next বাটনে ক্লিক করলে Connect to your POP,IMAP,HTTP Server to send and receive email message এর রেডিও বাটনে ক্লিক করে next দিন এবং নিচের মত করে কনফিগার করুন।
এভাবে ছাড়াও মাইক্রোসফট আউটলুক খুলে Tools মেনু থেকে Accounts Settings সিলেক্ট করেও কনফিগার করতে পারেন।
Your name এ যেকোন নাম,E-mail Address আপনার সাইট সংশ্লিষ্ট মেইল এড্রেস যেমন rejoanadmin@webcoachbd.com, Account Type POP3,Incoming mail server yourdomain.com এই yourdomain এর জায়গায় আপনার সাইটের নাম, Outgoing mail server(SMTP) এ yourdomain.com এই yourdomain এর জায়গায় আপনার সাইটের নাম ।User Name এ আপনার মেইল এড্রেস যেমন rejoanadmin@webcoachbd.com এবং Password এ এই মেইলের পাসওয়ার্ড।এবার একটা গুরত্বপূর্ন কাজ আছে তাহল Test Account Setting বাটনটায় (একটু ডানে উপরে)ক্লিক করলে আপনার কাজ শেষ।Next দিয়ে Finish করুন।আমি উইন্ডোজ ৭ এ দেখালাম এক্সপি বা ভিসতায় এর থেকে কিছুটা ভিন্ন হতে পারে।এটা পারলেই সব পারার কথা।
0 মন্তব্য(গুলি):
Post a Comment