সিএসএস লেয়ার (CSS Layers)
এবার আমরা দেখবো লেয়ার ব্যবহার করার মাধ্যমে কোন এলিমেন্ট টি উপরে দেখাবে, যা সিএসএস লেয়ার এর মাধ্যমে আমরা নিয়ন্ত্রন করতে পারি। সিএসএস এ প্রত্যেক এলিমেন্ট কে priority দেয়া হয়ে থাকে। যদি দুটি overlapping CSS positioned elements থাকে, তাহলে যার priority বেশি তাকে আগে উপরে দেখাবে।
Priority নির্ধারন করতে আমরা z-index value সেট করে থাকি ।যার z-index value যত বেশি তার priority তত বেশি।
01.h4{02.position: relative;03.top: 30px;04.left: 50px;05.z-index: 2;06.background-color: #336699;07.}08. 09. 10.p {11.position: relative;12.z-index: 1;13.background-color: #FFCCCC;14.}
 
 
 
 
 
 
 
0 মন্তব্য(গুলি):
Post a Comment