ইনলাইন সিএসএস টিউটোরিয়াল (Inline CSS Tutorial in Bangla)



এইচটিএমএল এলিমেন্টে style এট্রিবিউট দিয়ে সিএসএস রুল লেখা যায় এটাই ইনলাইন সিএসএস। এর আগে এইচটিএমএল টিউটোরিয়ালে বেশ কয়েক জায়গায় ইনলাইন সিএসএস ব্যবহার করেছি। খুব প্রয়োজন না হলে ইনলাইন সিএসএস লেখা উচিৎ নয়। মুলত সবসময় এক্সটার্নাল সিএসএস ই্ ব্যবহার করা উচিৎ।
যেহেতু এলিমেন্টের ভিতরেই সিএসএস লেখা হয় তাই ইনলাইন সিএসএস এর জন্য সিলেক্টর প্রয়োজন হয়না। যেমন
1.<h2 style="background-color: #f00; color: #fff;">A new background and
2.font color with inline CSS</h2>
প্রদর্শন:

A new background and font color with inline CSS


এখানে একটা পার্থক্য হচ্ছে কোন সিলেক্টর দিতে হয়না আর curly braces (দ্বিতীয় বন্ধনী) ও নেই।
** সেমিকোলন (;) দিয়ে প্রতিটি লাইন আলাদা রাখতে হবে যেমন আমি দুটি লাইন আলাদা করেছি। এভাবে যত ইচ্ছা প্রোপার্টি লিখতে পারেন।
Posted in:

0 মন্তব্য(গুলি):