জাভাস্ক্রিপ্ট সক্রিয় করা (JavaScript Enable Tutorial in Bangla)



এ অধ্যায়ে আপনাদের দেখাবো কিভাবে  জাভাস্ত্রিপ্ট  ইন্টারনেট এক্সপ্লোরার,ফায়ারফক্স, এবং অপেরা তে সচল (active) করতে হয়।

জাভাস্ক্রিপ্ট কে ইন্টারনেট এক্সপ্লোরার- এ সচল করারপদ্ধতি:

Internet Explorer 6/7  এ আপনি  security setting এ গিয়ে  check করতে পারেন যে আপনার    জাভাস্ত্রিপ্টটি কি সচল রয়েছে কিনা। নিচে জাভাস্ত্রিপ্ট সচল করার উপায় দেয়া হলো।
১ প্রথমে Tools menu তে Click করতে হবে
২ তারপর menu হতে Internet Options নির্বাচন করতে হবে
৩  Internet Options এর Security tab এ Click করতে হবে
৪  তারপর Custom Level বাটনে Click  করে security settings এ প্রবেশ করতে হবে
৫ Scroll  করে Scripting section এ যেতে হবে
৬  script সচল করা জন্য   Enable বাটন Select করতে হবে
৭ প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে
৮ করার জন্য Yes বাটনে Click  করতে হবে

জাভাস্ক্রিপ্ট কে ফায়ারফক্স- এ সচল করারপদ্ধতি:


Firefox 2 এ আপনি Options এর Content setting এ গিয়ে  check করতে পারেন যে আপনার জাভাস্ত্রিপ্টটি কি সচল রয়েছে কিনা। নিচে জাভাস্ত্রিপ্ট সচল করার উপায় দেয়া হলো।
১  প্রথমে Tools menu তে Click করতে হবে
২  তারপর menu হতে Options নির্বাচন করতে হবে
৩  Options এর Content tab এ Click করতে হবে
৪  নিশ্চিত করুন যে Enable JavaScript check box এ টিক দেয়া আছে  কিনা
৫  প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে

জাভাস্ক্রিপ্ট কে অপেরা – তে সচল করারপদ্ধতি:

Opera তে আপনি Preferences এর Content setting এ গিয়ে  check করতে পারেন যে আপনার জাভাস্ত্রিপ্টটি কি সচল রয়েছে কিনা। নিচে জাভাস্ত্রিপ্ট সচল করার উপায় দেয়া হলো।
১ প্রথমে Tools menu তে Click করতে হবে
২ তারপর menu হতে Preferences নির্বাচন করতে হবে
Preferences এর Advanced tab এ Click করতে হবে
৪ বাম পাশের লিস্ট item হতে Content নির্বাচন করতে হবে
৫ নিশ্চিত করুন যে Enable JavaScript check box এ টিক দেয়া আছে  কিনা
৬ প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে

0 মন্তব্য(গুলি):