জাভাস্ক্রিপ্ট পূন:নির্দেশ বা রিডাইরেক্ট টিউটোরিয়াল (Javascript Redirect Tutorial in Bangla)
পেজ রিডাইরেক্ট করা অনেক সময় প্রয়োজন হয়ে পরে। পেজ রিডাইরেক্ট হচ্ছে ইউজার একটা পেজে যাবে এবং যাওয়ার সাথে সাথে অটোমেটিক অন্য কোন পেজে তাকে নিয়ে যাবে। সাধারনত নিম্নোক্ত ক্ষেত্রগুলিতে পেজ রিডাইরেক্ট করা প্রয়োজন হয়
==> আপনি আপনার সাইটের ডোমেইন পরিবর্তন করেছেন। ধরুন আগে আপনার সাইটের নাম ছিল www.free-bangladesh.com এখন আপনি সাইটের ডোমেইন পরিবর্তন করে নতুন নাম নিয়েছেন www.free-bangladesh.com. কিন্তু ইউজার এটা জানেনা যে আপনি নাম বদলেছেন। যাইহোক www.free-bangladesh.com এ ইউজার যখন ঢুকবে তখন জাভাস্ক্রিপ্ট দিয়ে রিডাইরেক্ট করে ইউজারকে www.free-bangladesh.com এ আনা যাবে।
সাইটের যেকোন একটা URL পরিবর্তন করলেন কিন্তু ইউজার আগের ঠিকানা টি জানে সে তো আগেরটাতেই যাবে। যখন যাবে তখন তাকে রিডাইরেক্ট করে নতুন টিতে নিয়ে আসা যায়।
==> ব্রাউজার কিংবা দেশ ভিত্তিক কনটেন্ট অনেক সময় থাকে এসব ক্ষেত্রে রিডাইরেক্ট প্রয়োজন হয়ভ
==> সার্চ ইন্জিনগুলিতে আগের সাইট সংক্রান্ত অনেক তথ্য নিশ্চয় থেকে থাকবে। যদি রিডাইরেক্ট না করেন তাহলে তো সার্চ ইন্জিন থেকে যেসব ইউজার আসবে তারা এসে পুরানা সাইটে ঢুকবে এবং সেখানকার সব জিনিস আপনি মুছেও দিয়ে থাকতে পারেন। যাইহোক এসব সমস্যা সমাধান হবে রিডাইরেক্ট দিয়ে।
window.location এরপর সমান (=) চিহ্ন দিয়ে কোটেশনের ভিতর URL দিতে হয়। এটা <head> ট্যাগের ভিতর রাখতে হবে যদি চান পুরানা সাইটে (URL) এ ঢোকার সাথে সাথে নতুন URL এ নিয়ে যাবেন। যেমন
01.
<!DOCTYPE html>
02.
<
html
>
03.
<
head
>
04.
<
script
>
05.
window.location="http://www.google.com";
06.
07.
</
script
>
08.
</
head
>
09.
<
body
>
10.
11.
<!-- any HTML element here -->
12.
13.
</
body
>
14.
</
html
>
যদি কিছুক্ষন দেরি করে এরপর একটা মেসেজ দেখিয়ে এরপর রিডাইরেক্ট করাতে চান তাহলে
01.
<!DOCTYPE html>
02.
<
html
>
03.
<
head
>
04.
<
script
type
=
"text/javascript"
>
05.
function rdirect()
06.
{
07.
window.location="http://www.free-bangladesh.com";
08.
}
09.
10.
document.write("You will be redirected to main page in 10 sec.");
11.
setTimeout('rdirect()', 10000);
12.
</
script
>
13.
</
head
>
14.
<
body
>
15.
16.
<!-- any HTML element here -->
17.
18.
</
body
>
19.
</
html
>
setTimeout() ফাংশনটি প্রথম প্যারামিটার একটা ফাংশন নেয় এবং পরেরটি কতক্ষন সময় পর ফাংশনটি এক্সিকিউট হবে সেটা। যেমন এখানে 10000 দেয়াতে rdirect() ফাংশনটি ১০ সেকেন্ড পর কাজ করা শুরু করবে, এরমধ্যে document.write() দিয়ে যে মেসেজটি দিয়েছি সেটা পেজে দেখাবে।
0 মন্তব্য(গুলি):
Post a Comment