জাভাস্ক্রিপ্ট প্রিন্ট ফাংশন টিউটোরিয়াল (Javascript Print Function Tutorial in Bangla)



JavaScript print ফাংশনটি একই কাজ করে যেমনটি করে আপনার ব্রাউজার উইন্ডোর ফাইল মেনুর print অপশনটি । JavaScript print ফাংশন টি  ওয়েবপেজ এর কনটেন্ট কে ব্যবহারকারীর(user)প্রিন্টারে পাঠিয়ে দেয়।
অনেকে এই ফাংশনটিকে অনর্থক মনে করে।অনেকে আছে যারা কম্পিউটার সম্বন্ধে ভাল যানে না তাদের ক্ষেত্রে এই অপশনটি থাকলে অনেক সুবিধা হবে।

JavaScript Print Script - window.print():

JavaScript print function যা window.print() এটি ওয়েবপেজ কে প্রিন্ট করে ।এই ফাংশনটিকে এইচটিএমএল বাটনে রাখবো যা onClick event এর মাধ্যমে কাজ করবে।
1.<form>
2.<input type="button" value="Print This Page" onClick="window.print()" />
3.</form>

0 মন্তব্য(গুলি):