জাভাস্ক্রিপ্ট স্ট্রিং লেংথ বা দৈর্ঘ্য (JavaScript String Length)
এতক্ষনে আগের টিউটোরিয়ালগুলিতে অনেকবার এই length প্রোপার্টি দেখে এসেছেন এমনকি অ্যারেতে। স্ট্রিং এ এই length প্রোপার্টি দিয়ে স্ট্রিং এ কয়টি অক্ষর বা ক্যারেক্টার আছে সেটা দেখা যায় (স্সেস ও একটা ক্যারেক্টার) আর অ্যারেতে length প্রোপার্টি দিয়ে দেখা হয় সেখানে কয়টি এলিমেন্ট আছে।
==> ফর্ম ভেলিডেশনে এই length প্রোপার্টি দিয়ে চেক করা যায় যে ইউজার কয়টি অক্ষর ইনপুট বক্সে দিয়েছে।
==> অবজেক্ট দিয়ে স্ট্রিং বানান কিংবা সাধারনভাবে স্ট্রিং ডিফাইন করেন, দুটোতেই কাজ করবে এই length প্রোপার্টি। যেমন
1.
var
x =
'Hello BANGLADESH'
;
2.
document.write(x.length);
3.
document.write(
'<br/>'
);
4.
5.
// create string using object
6.
7.
var
y =
new
String(
'Hello BANGLADESH'
);
8.
document.write(y.length);
0 মন্তব্য(গুলি):
Post a Comment