পিএইচপি ফাংশন টিউটোরিয়াল (PHP Function)
এটা হচ্ছে একটা নাম যেটা আমি কোনো কোডব্লককে দিতে পারি এবং পরে সেই নাম ধরে ডেকে ঐ কোডব্লককে ইচ্ছেমত execution করাতে পারি।এটা পিএইচপি এর মূল শক্তি বলতে পারেন।প্রায় ১০০০ এরও বেশি বিল্ট ইন ফাংশন আছে পিএইচপি তে।
একটা ফাংশনকে যখন কল করা হয় তখনই এটা execute হয় আর পেজের যেকোনো জায়গা থেকে একটা ফাংশনকে কল করা যায়।
সংকেত
1.function functionName()2.{3.code to be executed;4.}ফাংশনের নাম অক্ষর বা _ দিয়ে শুরু হতে পারে,নাম্বার দিয়ে শুরু হবেনা।
একটা simple ফাংশন যেটা দিয়ে আমার নাম লিখব
01.<?php02.function writeName()03.{04.echo "Md.Rejoanul Alam";05.}06. 07.echo "My name is ";08.writeName();09.?>My name is Md.Rejoanul Alam
writeName() ফাংশনটি পরে কল করা হয়েছে এর আগে ফাংশনটি তৈরী বা define করেছি,তবে ইচ্ছে করলে ফাংশনটি আগে কল করতে পারেন এরপর ফাংশনটি লিখতে পারেন।যেমন
01.<?php02.echo "My name is ";03.writeName();04.function writeName()05.{06.echo "Md.Rejoanul Alam";07.}08. 09.?>My name is Md.Rejoanul Alam

 
 
 
 
 
 
 
0 মন্তব্য(গুলি):
Post a Comment