পিএইচপি ফর্ম টিউটোরিয়াল (PHP Form)
এতক্ষন
পিএইচপি’র যত কিছু শেখা হল এবার তা প্রয়োগের সময় এসেছে।ফর্ম ইউজার থেকে
তথ্য নিতে ব্যাবহৃত হয়।এই তথ্য পিএইচপি পেজ দিয়ে যায় এবং পিএইচপি দিয়েই
এটা করা হয়।পিএইচপি তে দুটি ভেরিয়েবল আছে যা ফর্ম হতে ডেটা(ইউজার ইনপুট)
তুলে আনতে ব্যাবহৃত হয়-$_GET এবং $_POST.একটা এইচটিএমএল ফর্ম দেখানো হল
যার দুটি ইনপুট ফিল্ড আর একটি সাবমিট বাটন আছে।
ইউজার যখন ফর্মটি পূরন করে সাবমিট বাটনে ক্লিক করবে তখন ডেটা পিএইচপি
ফাইলে চলে যাবে যার নাম “welcome.php” এখানে আরেকটা জিনিস নিশ্চয় লক্ষ্য
করেছেন যে কোডটিতে method=POST দেয়া আছে,Form এর ডেটা পিএইচপি তে নিতে
দুটি পদ্ধতি ব্যাবহার হয় POST এবং GET.
welcome.php ফাইলটি হবে এমন
এখন ধরুন আপনি ফর্মটিতে নামের জায়গায় দিলেন rezwan এবং age দিলেন 24,এবার সাবমিট বাটনে ক্লিক করলে আউটপুট পাবেন এমন
Welcome rezwan!
You are 24 years old.
1.
<
form
action
=
"welcome.php"
method
=
"post"
>
2.
Name: <
input
name
=
"fname"
/>
3.
Age: <
input
name
=
"age"
/>
4.
<
input
type
=
"submit"
/>
5.
</
form
>
welcome.php ফাইলটি হবে এমন
1.
Welcome <?php
echo
$_POST
[
"fname"
]; ?>!<br />
2.
You are <?php
echo
$_POST
[
"age"
]; ?> years old.
Welcome rezwan!
You are 24 years old.
0 মন্তব্য(গুলি):
Post a Comment