পিএইচপি বেসিক সংকেত টিউটোরিয়াল (PHP Syntax)
পিএইচপি কোড কে কাজ করাতে অবশ্যই ফাইলটি সেভ করার সময় .php এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে।যদি .html থাকে তাহলে পিএইচপি কোড execute হবেনা।
* পিএইচপি কোড এর প্রতিটি অংশ <?php চিহ্ন দিয়ে শুরু এবং ?> চিহ্ন দিয়ে শেষ হবে।
*প্রতিটি আলাদা instruction(code line) সেমিক্লোন দ্বারা শেষ হবে।
ওকে এবার আপনার কোড এডিটর (নোটপ্যাড/ড্রিময়েভার বা আপনি যা ব্যাবহার করেন) খুলুন এবং নিচের মত লিখুন
1.<?php2.echo"This is my first php page";3.?>
শর্ট ট্যাগ:
<?php ?> এর ভিতরে কোড না লিখে এর কিছু সংক্ষিপ্ত রুপ আছে যেগুলি ব্যবহার করতে পারেন।যেমন উপরের কোড এইভাবে লিখলেও কাজ হবে1.<?= "This is my first web page";?>1.<script language="php">2. 3.echo "This is my first web page";4. 5.</script>*উপরের সব পদ্ধতির মধ্যে প্রথমটি সবসময় ব্যবহার করা উচিৎ।
*সব ধরনের শর্টট্যাগ কাজ করার জন্য php.ini ফাইলে short_open_tag এনাবল থাকতে হবে

0 মন্তব্য(গুলি):
Post a Comment