সি প্যানেলে মেইল এড্রেস বানানো বা তৈরীর পদ্ধতি



যেকোন হোস্টিং প্যাকেজ কিনলে এর সাথে সাধারনত হোস্টিং প্রোভাইডার নির্দিষ্ট সংখ্যক মেইল এড্রেস তৈরীর সুবিধা দেয়।এতে আপনি নিজের সাইটের সাথে মিল রেখে মেইল এড্রেস বানাতে পারবেন।যেমন admin@hoebd.com (hoebd.com  এর জায়গায় আপনার সাইটের ডোমেইন না হবে)যাই হোক এজন্য প্রথমে সিপ্যানেলে লগিন করে মেইল সেকশনের Email Accounts এ ক্লিক করলে নিচের মত উইন্ডো আসবে।

cpanel email acc
এখানে Email বক্সে যেকোন নাম যেমন rejoanadmin,Password বক্সে যেকোন পাসোয়ার্ড দিনএবং তার পরের বক্সে পাসয়ার্ডটি আবার টাইপ করুন।ডানদিকে একটা Password Generator বাটন আছে এটা দিয়ে শক্ত পাসওয়ার্ড বানানো যায় এখানে ক্লিক করলেই পাসওয়ার্ড তৈরী হয়।এরপর Mailbox Quota বক্সে ঠিক করে দিতে পারেন যে এর স্পেস কতটুকু হবে।যেমন ছবিতে 250MB আছে অর্থ্যাৎ এর উপরে গেলে আর মেইল একাউন্টে জমা হতে পারবেনা।শেষে Create Account বাটনে ক্লিক করলেই আপনার মেইল একাউন্ট তৈরী হয়ে গেল।

0 মন্তব্য(গুলি):