মন হারালে মন পাওয়া যায়
দেহ গেলে দেহ
আমি যদি একবার হারাই
পাবে না আর কেহ ।
ছিলাম একা শূন্য ঘরে
সর্ব সুখের রাজা
কে আমারে ভবে এনে
বানালো তার প্রজা ।
আবার শূন্যে তুলে নেবে
ছাড়ব সোনার গৃহ ।
শূন্যে মাঝে শেষ ঠিকানা
শূন্যে উড়াই পাল
ভেসে যাব শূন্যে আমি
থাকবো চিরকাল ।
শূন্যে যে আজ একের খেলা
মুক্তি পাইলো দেহ ।
শূন্যে আছি শূন্যে রব
পাবে না কেউ দেখা
বিলীন হবো শূন্যে আমি
এই কপালে লেখা ।
মামুন মিজান ভাবছে বসে
ছেড়ে সংসার স্নেহ ।
দেহ গেলে দেহ
আমি যদি একবার হারাই
পাবে না আর কেহ ।
ছিলাম একা শূন্য ঘরে
সর্ব সুখের রাজা
কে আমারে ভবে এনে
বানালো তার প্রজা ।
আবার শূন্যে তুলে নেবে
ছাড়ব সোনার গৃহ ।
শূন্যে মাঝে শেষ ঠিকানা
শূন্যে উড়াই পাল
ভেসে যাব শূন্যে আমি
থাকবো চিরকাল ।
শূন্যে যে আজ একের খেলা
মুক্তি পাইলো দেহ ।
শূন্যে আছি শূন্যে রব
পাবে না কেউ দেখা
বিলীন হবো শূন্যে আমি
এই কপালে লেখা ।
মামুন মিজান ভাবছে বসে
ছেড়ে সংসার স্নেহ ।
0 মন্তব্য(গুলি):
Post a Comment