পিএইচপি $_GET মেথড (PHP $_GET Method)


ফর্মের তথ্য GET মেথড এ পাঠালে সকল তথ্য ব্রাউজার এড্রেসবারে প্রদর্শিত হয় এবং সবাই দেখতে পায়।তাছাড়া কতটুকু তথ্য পাঠানো যাবে তার একটি সীমা আছে সাধারনত সর্বোচ্চ ২৫০ টি character (এটা আসলে সার্ভার এবং ব্রাউজারের উপর নির্ভর করে যে তাদের URL এর দৈর্ঘ্য কতদুর হবে।)যেমন
1.<form action="welcome.php" method="get">
2.Name: <input name="fname" />
3.Age: <input name="age" />
4.<input />
5.</form>

welcome.php ফাইলটি এখন $_GET Method ফাংশন ব্যাবহার করে ফর্মের ডেটা সংগ্রহ করবে।
1.Welcome <?php echo $_GET["fname"]; ?>.<br />
2.You are <?php echo $_GET["age"]; ?> years old!
Posted in:

0 মন্তব্য(গুলি):