জুমলার এক্সটেনশন সতর্কতা



জুমলা আসলে অনেক নিরাপদ এবং এর কোর ডেভেলপাররা এটাকে নিখুদ করে তৈরী করেছেন কিন্তু জুমলার এক্সটেনসন কিন্তু যে কেউ তৈরী করতে পারে তাই এখানে সমস্যা থাকতে পারে সুতরাং জুমলার এক্সটেনসন ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে।যেকোন এক্সটেনসন ব্যবহারের আগে দেখে নিন সেটা আক্রমনযোগ্য এই লিস্টে আছে কিনা যদি থাকে এবং এরপরেও আপনি এটা ব্যবহার করেন তাহলে আপনার তৈরী জুমলা সাইট হ্যাক হলে দায় দায়িত্ব আপনার ঘারেই পরবে।এই লিংক থেকে লিস্টটি দেখতে পারেন
http://docs.joomla.org/Vulnerable_Extensions_List
ব্যবহার যদি করতেই হয় তাহলে এসব এক্সটেনশনেরও আপডেট ঘন ঘন বের হয়.বের হবার সাথে সাথেই আপগ্রেড করে নিন।কোন এক্সটেনশন কত অনিরাপদ তা ঐ লিস্টেই বিভিন্ন রং দিয়ে বোঝানো হয়েছে।
আর একটা কথা,প্রয়োজনে যে এক্সটেনশনই ইনস্টল দেননা কেন আপডেট রাখবেন।

0 মন্তব্য(গুলি):