জুমলা আপডেট বা আপগ্রেড করার পদ্ধতি



জুমলা হ্যাক করার কোন পদ্ধতি আবিষ্কার হলেই জুমলার কোর ডেভেলপাররা খবর পেয়ে যান।হয় হ্যাকাররাই খবর দেয় না হয় তারাই গবেষনা করে বের করেন এবং সাথে সাথেই এর সমাধান বের করে নতুন ভার্সন রিলিজ করেন।তাই জুমলা আপডেট রাখা জরুরি এর নিরাপত্তার কারনে।ধরুন আপনি জুমলার ১.৫.২০ ভার্সনটি ব্যবহার করছেন এখন এর পরবর্তী ভার্সন বের হল,আপনি কি করবেন?খুব সহজ একটা পদ্ধতি আছে শুধু কয়েকটা ফাইল কপি করে পেস্ট করলেই জুমলা আপগ্রেড হয়ে যায়।এজন্য www.joomla.org সাইটে গিয়ে Download Latest version এ ক্লিক করুন এবং এরপর নিচের মত …

joomla upgrade
তারপর নিজের প্রয়োজনীয়টি বেছে নিন।আমি ১.৫.২০ থেকে ১.৫.২১ এ আপগ্রেডিং দেখাচ্ছি তাই সেটির উপর হাতের মত মাউস রাখা আছে।

joomla upgrade

ডাউনলোড করে লোকালহোস্টের জুমলার মুল ফোল্ডারটিতে পেস্ট করে দিন।existing ফাইল রিপ্লেস করবেন কিনা এমন একটা মেসেজ আসবে তখন yes করলেই আপনার জুমলা আপগ্রেড হয়ে গেল।এটা দেখালাম নিজের পিসিতে যখন XAMPP সার্ভারে কাজ করবেন তখনকার পদ্ধতি আর যদি সিপ্যানেলে হয় তাহলে রুট ফোল্ডারে পেস্ট করলেই হয়ে যাবে।

0 মন্তব্য(গুলি):