বাংলায় জাভা প্রোগ্রামিং
– ভূমিকা
আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। আমি জানি আপনারা অনেকেই আমাদের আজকের আলোচ্য বিষয়টির সাথে পরিচিত, তবুও যারা এর সম্পর্কে বিস্তারিত জানেন না তাদেরকে আজ আমার এই ব্লগের মাধ্যমে বর্তমান জগতের একটি অন্যতম শক্তিশালী ও কার্যকর প্রোগ্রামিং ভাষা – জাভা’র সাথে আরও গভীরভাবে পরিচয় করিয়ে দেব। আমার প্রচেষ্টা থাকবে যাতে আপনারা ধাপে ধাপে এই ভাষাটিকে আয়ত্ত করতে পারেন। সেই দিকটিকে মাথায় রেখে এই সিরিজটিকে সাজাতে চেয়েছি একজন শিক্ষানবিশ থেকে একজন দক্ষ প্রোগ্রামার সবার জন্যে।
আপনারা সূচিপত্র থেকে যেকোনো একটি অধ্যায় নির্বাচন করে এবং সেখানে দেখানো ইন্সট্রাকশনগুলো অনুসরণ করে শুরু করতে পারেন জাভা প্রোগ্রামিং অথবা চাইলে আপনারা প্রথম পর্ব থেকেও শুরু করতে পারেন। তবে আপনি যদি এমন কেউ হন যিনি জাভা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ তাহলে আপনার প্রতি অনুরোধ থাকবে যেন আপনি প্রথম অধ্যায় থেকেই শুরু করেন। তাহলে পরবর্তি অধ্যায়গুলো বুঝতে আপনার অনেক সুবিধা হবে… তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক – “জাভা প্রোগ্রামিং”
সূচিপত্র
জাভা প্রোগ্রামিং এর যে বেসিকগুলো আমরা এখানে শিখবঃ
- প্রথম পর্ব – Hello, World!
- দ্বিতীয় পর্ব – Variables and Types
- তৃতীয় পর্ব – Conditionals
- চতুর্থ পর্ব – Arrays
- পঞ্চম পর্ব – Loops
- ষষ্ঠ পর্ব – Functions
- সপ্তম পর্ব – Objects
- অষ্টম পর্ব – Compiling and Running with Arguments
- নবম পর্ব – Inheritance
- দশম পর্ব – Try and Catch
- একাদশ পর্ব – Abstract Classes
- দ্বাদশ পর্ব – Interfaces
- ত্রয়োদশ পর্ব – Using Generics
- চতুর্দশ পর্ব – Collections
- পঞ্চদশ পর্ব – Wrappers and Autoboxing
- ষষ্ঠদশ পর্ব – Exceptions
- সপ্তদশ পর্ব – Generic Types
- অষ্টাদশ পর্ব – IO Streams
0 মন্তব্য(গুলি):
Post a Comment