পাইথন পরিচিতি
ম্যাক ওএসএক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে। গুগলের অফিসিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটি
হচ্ছে পাইথন। এই কোর্সটিতে যারা মোটামুটি প্রোগ্রামিং জানে তাদেরকে পাইথনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। প্রোগ্রামিংয়ে যারা একেবারেই নতুন তাদের জন্য কোর্সটি উপযোগি নয়। যারা শৌখিন প্রজেক্ট কিংবা প্রফেশনাল প্রজেক্টে পাইথন ব্যবহার করতে চায় তারা এই কোর্সটি দিয়ে পাইথন শেখা শুরু করতে পারে। আর যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারাও পাইথনের সাথে পরিচিত হয়ে নিতে পারে এই কোর্সটি দিয়ে।
বাংলাদেশে পাইথন প্রোগ্রামারদের ফেসবুক গ্রুপ – https://www.facebook.com/ groups/pythonbd/
টিউটোরিয়াল সমুহ মোট মোট ৫০ টি ভিডিও।
যারা প্রোগ্রামিংয়ে একেবারেই নতুন, তাদের কোর্সটি বুঝতে সমস্যা হবে, আবার যারা পাইথনের সাথে ইতিমধ্যে পরিচিত, তাদের তেমন একটা লাভ হবে না কোর্সটি থেকে। কোর্সটি মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যারা কমপক্ষে একটি প্রোগ্রামিং কোর্স ভালোভাবে শেষ করেছে। প্রোগ্রামিংয়ের বেসিক জিনিসগুলোর ব্যাপারে দক্ষ হতে হবে।
0 মন্তব্য(গুলি):
Post a Comment